জন্টি রোডসের দীক্ষায় অনন্য পাঞ্জাব ফিল্ডাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সানরাইজার্স হায়দরাবাদকে মাত্র ১২৭ রানের লক্ষ্য দিয়েও শনিবার আইপিএলের ম্যাচে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এদিনের ম্যাচে দারুণ ফিল্ডিং দিয়ে নজর কেড়েছেন পাঞ্জাবের ফিল্ডাররা। হায়দরাবাদের আট ব্যাটসম্যানের ক্যাচ ধরেছেন তারা।
ম্যাচ শেষে খেলোয়াড়ি জীবনে বিশ্বসেরা ফিল্ডার ও পাঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডস জানিয়েছেন তাঁর দলের ভালো ফিল্ডিংয়ের রহস্য। নিজের ফিল্ডিংয়ের কৌশল নিয়েও কথা বলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী এই ক্রিকেটার।

রোডস বলেন, ‘সবাই আলাদাভাবে তৈরি, সবার ভূমিকাও আলাদা। কিন্তু যে গুণটি যে কাউকে আরও ভালো ফিল্ডার বানিয়ে দিতে পারবে সেটি হলো আপনাকে চিন্তা করতে হবে প্রতিটা বলই আপনার কাছে আসবে। এটা আপনাকে ক্যাচিং ও থ্রোয়িংয়ের অনুশীলন ছাড়াই ভালো ফিল্ডার বানিয়ে দেবে।’
এবারের আইপিএলে অবিশ্বাস্য সব ফিল্ডিং করেছেন পাঞ্জাবের ক্রিকেটাররা। নিকোলাস পুরানের সেই দুর্দান্ত ক্যাচ কিংবা মায়াঙ্ক আগারওয়ালের লাফিয়ে ছক্কা বাঁচানো আলাদা করে নজর কেড়েছে সকলের। দুর্দান্ত এসকল ফিল্ডিংয়ের পেছনে জন্টি রোডসের ভূমিকা বড় করে দেখছেন সমর্থকরা।
তবে রোডস এমনটা ভাবছেন না। তাঁর মতে আইপিএলের মতো টুর্নামেন্টে রাতারাতি কাউকে পাল্টে ফেলা অনেকটাই কঠিন। তিনি বলেন,‘আমার কাজ হচ্ছে ফিল্ডিংকে সহজ ও মজার করার চেষ্টা করা। আইপিএলের মতো টুর্নামেন্টে, যেখানে আপনি টুর্নামেন্ট শুরুর দশ দিন আগে ক্রিকেটারদের পান, সেখানে আসলে বেশি কিছু বদলানো খুব কঠিন।’
ক্রিকেটারদের মাঝে ছোটখাট টেকনিক্যাল পরিবর্তন আনাতেই সাফল্য বয়ে আনা সম্ভব হয়েছে বলে বিশ্বাস করেন রোডস। তাঁর ভাষায়, ‘আপনি যেটা করতে পারেন ক্রিকেটারদের একটা-দুইটা ছোট টেকনিক্যাল পরিবর্তন করতে পারেন। যাতে তারা মাঠে দ্রুত নড়াচড়া করতে পারে। আমি ক্রিকেটারদের এটা বলেছি যে সে তার মতো সেরা। আরেকটি জন্টি রোডস হওয়ার চিন্তা করা যাবে না। কারণ জন্টি বুড়ো হয়ে গেছে।’