আইপিএলে আরেকটি 'প্রথমের' অপেক্ষায় ওয়ার্নার

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ক্রিকেটে তিন ফরম্যাটেই সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে টি-টোয়েন্টিতে তিনি যেন একটু আলাদা। ব্যাট হাতে বোলারদের সীমানা ছাড়া করতে বেশ পারদর্শী এই অজি। তাই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর পরিচিত মুখ ওয়ার্নার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই নিয়মিত মুখ ওয়ার্নার। এবার তার সামনে রয়েছে দারুণ এক মাইলফলক স্পর্শ করার সুযোগ।

আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চলমান ম্যাচে মাত্র ১০ রান করতে পারলেই পাঁচ হাজার রানের মালিক বনে যাবেন ওয়ার্নার। এখন পর্যন্ত আইপিএলে ১৩৪ ম্যাচ খেলে ৪২.৬৪ গড়ে ৪ হাজার ৯৯০ রান সংগ্রহ করেছেন তিনি।
ওয়ার্নারের আগে আরো তিন জন এই মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়লেও তাঁদের সবাই ছিলেন ভারতীয়। অজি ওপেনারের সামনে সুযোগ থাকছে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটিতে পাঁচ হাজারি ক্লাবে যোগ দেয়ার। চলতি আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩৫.৫০ গড়ে ২৮০ রান করেছেন ওয়ার্নার।
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক ভারতের অধিনায়ক বিরাট কোহলির। ১৮৬ ম্যাচে ৩৮.৬৫ গড়ে ৫৭৫৯ রান তার। ৫৩৬৮ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন সুরেশ রায়না।
আর ৫১৪৯ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা। এরপরই চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার।