promotional_ad

ম্যাচ জিতেও সমালোচনার মুখে ধোনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না মহেন্দ্রা সিংহ ধোনির। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েও আম্পায়ারের সিদ্ধান্তকে প্রভাবিত করায় নতুন করে সমালোচনার মুখে পড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।


ঘটনাটি গত ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারের। ওই ওভারের তৃতীয় বলে ক্রিজে থাকা রশিদ খানকে আউট সাইড ইয়র্কার দেন শার্দুল ঠাকুর। তবে বলের সঙ্গে ব্যাট স্পর্শ না হওয়ায় ওয়াইড ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার পল রাইফেল।



promotional_ad

ঠিক তখনই উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা ধোনি এর প্রতিবাদ করেন। চেন্নাই উইকেটরক্ষকের সঙ্গে প্রতিবাদ করেন শার্দুলও। এরপরই নিজের সিদ্ধান্ত বদলে নেন রাইফেল।


আম্পায়ারের এমন কান্ডে স্পষ্টতই হতাশ ছিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ডাগআউটে বসে হতাশা প্রকাশ করতেও দেখা গেছে তাঁকে। 


এই ঘটনার পরে ধোনির পিন্ডি চটকাতে যেন উঠে পড়ে লেগেছেন নেটিজেনরা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাঁকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে।



যদিও অনেকে আম্পায়ােরের ভুলও দেখছেন। তাদের দাবি একজন উইকেটরক্ষক আবেদন করতেই পারে, তাই বলে কি আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে!  


এবারের আসরের শুরু থেকেই ব্যাট হাতে নিষ্প্রভ চেন্নাই অধিনায়ক ধোনি। এমনকি কয়েকটি ম্যাচে দলকে জেতানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন তিনি। আর এতে ব্যাপক ক্ষেপেছেন চেন্নাই সমর্থকরা। যার ফলস্বরুপ ধোনির পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের হুমকিও দেয়া হয়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball