হায়দরাবাদের ‘ফিঞ্চ’ বেয়ারস্টো!

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত আসরে দুর্দান্ত সব ম্যাচজয়ী উদ্বোধনী জুটি গড়েন দলটির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। আরব আমিরাতে পৌঁছে আইপিএলের গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার রোমন্থন করলেন ইংল্যান্ডের ওপেনার বেয়ারস্টোর সঙ্গে তাঁর রসায়নের কথা। অস্ট্রেলিয়ার জাতীয় দলের ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওয়ার্নারের যেমন মেলবন্ধন, হায়দরাবাদের বেয়ারস্টোর সঙ্গেও অনেকটা এমনই!
২০১৯ সালের আইপিএলে ১২ ইনিংসে ১৪৩.৮৬ স্ট্রাইক রেটে ৬৯২ রান করেন ওয়ার্নার। তাঁর সঙ্গী বেয়ারস্টো করেন ১৫৭.২৪ স্ট্রাইক রেটে ৪৪৫ রান। গত আসরে হায়দরাবাদের প্রথম তিন ম্যাচে শতরানের জুটি গড়েন দুজন। এবারের আইপিএলেও তাই বেয়ারস্টোর সঙ্গে জুটি গড়তে মুখিয়ে আছেন হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার।

ওয়ার্নার বলেন, 'তার (বেয়ারস্টো) পাশে খেলতে ভালোই লাগে। আমরা একজন আরেকজনের খেলা সম্পর্কে খুব ভালো করে জানি। ফিঞ্চের (অ্যারন ফিঞ্চ) সাথে আমার যেমন বোঝাপড়া, বেয়ারস্টোর সাথেও তেমন। তাঁর সঙ্গে জুটি গড়ার জন্য মুখিয়ে আছি।'
ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ করে আরব আমিরাতে আইপিএল খেলতে এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ওয়ার্নার কথা বলেছেন জৈব সুরক্ষিত পরিবেশ নিয়েও। আইপিএল আয়োজন করার জন্য বিসিসিআই ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, 'জৈব সুরক্ষিত পরিবেশ খুবই চ্যালেঞ্জিং। কড়া নিয়মের কারণে আমরা আমাদের পরিবারকেও সাথে রাখতে পারি না। তবে এটা কোভিড-১৯ এর অপ্রত্যাশিত সময়। এমন অবস্থার মধ্যে আসরটি আয়োজন করে বিসিসিআই এবং আয়োজকরা দারুণ কাজ করেছে।
পরের কয়েকটি মাস চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়াতে আমরা বাইরে বের হতে পারি, গলফ খেলতে পারি, এমনকি গাড়িও চালাতে পারি। আশা করছি এখানেও আমরা বিনোদনমূলক কিছু করতে পারব। তবে সবকিছুর আগে টুর্নামেন্টে আমাদের নজর থাকবে।'