এবার ওয়াইডেও থাকছে ফ্রি হিট?

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ দিন থেকেই ক্রিকেটে চলে আসছে ফ্রি হিটের নিয়ম। সীমিত ওভারের ক্রিকেটে বোলার নো বল করলে নিয়ম অনুযায়ী ফ্রি হিট কল করেন আম্পায়াররা। তবে এবার একই নিয়মের উদ্ভব ঘটতে যাচ্ছে ওয়াইড বলের ক্ষেত্রেও।  


অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে এই নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা আরও বেশি সুবিধা পাবেন টুর্নামেন্টে।  


ফ্রি হিটের নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়াইড এবং নো বলের জন্য একটি করে ফ্রি শট খেলার সুযোগ পাবেন ব্যাটসম্যানরা। মূলত খেলাটিকে আরও আকর্ষণীয় এবং রোমাঞ্চকর করতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ৫টি পরিবর্তনের কথা ভাবছে তারা। 


সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এবং আম্পায়ারদের কাছে এসব পরিবর্তনের ব্যাপারে যুক্তি তুলে ধরবেন বিগ ব্যাশ টুর্নামেন্ট কমিটির প্রধান অ্যালিস্টার ডবসন, সিএ'র ইভেন্ট এক্সিউটিভ এভরার্ড এবং ম্যানেজাররা। চূড়ান্ত অনুমোদন পেলে এসব নিয়ম কার্যকর করা হবে বিগ ব্যাশে। 


promotional_ad

বিগ ব্যাশে যেসব পরিবর্তনের কথা ভাবা হচ্ছেঃ 


১। ওয়াইড বলেও থাকবে ফ্রি হিট


২।  ইনিংসের ১০ ওভার যাওয়ার পর সাবস্টিটিউট খেলোয়াড় ব্যবহার করা যাবে


৩। ছয় ওভারের পাওয়ারপ্লে দুই ভাগ করা হবে। প্রথমে চার ওভার এবং বাকি দুই ওভার পরের ১৬ ওভারের যেকোন সময়


৪। প্রতি ইনিংসের প্রথম ১০ ওভারের পারফরম্যান্সের ওপর থাকবে বোনাস পয়েন্ট


৫।  প্রতি পাঁচ ওভার পর বিজ্ঞাপনী এবং খেলোয়াড়দের স্ট্র্যাটেজি ব্রেক দেয়া হবে।


৬। বিদেশি খেলোয়াড়দের ড্রাফটের নিয়মে পরিবর্তন



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball