বিশ্বকাপের পর দ্বিতীয় সেরা টুর্নামেন্ট আইপিএল: বাটলার

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই (আইপিএল) সেরা মানছেন জস বাটলার। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সম্প্রতি এমন মন্তব্য করেছেন।
বাটলার বলেন, ‘আমি নিশ্চিতভাবেই আইপিএল খেলতে মুখিয়ে আছি। আমার মতে বিশ্বকাপের কথা বাদ দিলে, এটা এই মুহূর্তে বিশ্বের সেরা টুর্নামেন্ট।’

আইপিএলের কারণে ইংল্যান্ডের ক্রিকেটের চেহারা বদলে গিয়েছে, দাবি করেন বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই ব্যাটসম্যান মনে করেন, ক্রিকেটারদের আগ্রাসী খেলার মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছে আইপিএল।
তিনি বলেন, ‘এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আইপিএল ইংল্যান্ডের ক্রিকেটারদের খেলার ধরন বদলে দিতে সাহায্য করেছে। এই টুর্নামেন্টে যারা গত কয়েক বছর ধরে খেলেছে তাদের খেলায় আগ্রাসী একটা মনোভাব এসেছে।’
আইপিএলে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবার আগে খেলতে আসেন কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফ। ইংলিশ ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য পিটারসেনকে কৃতিত্ব দেন বাটলার।
তিনি আরও বলেন, ‘আইপিএলের সঙ্গে ইংলিশ ক্রিকেটের অদ্ভুত এক সম্পর্ক ছিল। তবে এটা বদলে দিয়েছেন কেভিন পিটারসেন। তাকে নিয়ে তৈরি করা ডকুমেন্টারি তে তিনি তাঁর ক্রিকেটে কিভাবে উন্নতি করেছেন সেটা দেখানো হয়েছে। তিনি আইপিএলের গুরুত্ব সম্পর্কে বলেছেন। আসলে তিনি এখানে আমাদের খেলার পথ সুগম করেছেন।’
করোনা ভাইরাসের প্রকোপের জন্য এই বছরের আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।