দর্শকবিহীন খেলা, কনে ছাড়া বিয়ের মতো: শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার তান্ডবে সারা বিশ্বেই ক্রিকেট বন্ধ। এর মধ্যেই অনেকে দর্শকবিহীন মাঠে ক্রিকেট শুরু করার পক্ষে মত দিয়েছেন। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন দর্শকবিহীন মাঠে খেলা মানে কনে ছাড়া বিয়ের মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি।
শোয়েবের ধারণা দর্শক ছাড়া খেলা হলে তা আর্থিকভাবেও খুব একটা সাড়া ফেলবে না। পাকিস্তানের এই সাবেক স্পিডস্টার মনে করেন খেলার জন্য অবশ্যই দর্শক প্রয়োজন। তিনি মনে করেন করোনা পরিস্থিতি ঠিক হলেই কেবল ক্রিকেট শুরু করা উচিত। শোয়েব আশাবাদী অতি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ প্রসঙ্গে শোয়েব বলেছেন, 'খালি স্টেডিয়ামে ক্রিকেট আয়োজন হয়তো ক্রিকেট বোর্ডগুলোর জন্য সম্ভব হবে এবং টিকে থাকার জন্য জরুরি। কিন্তু আমার মনে হয় না এটা বাজারজাত করা সম্ভব হবে। দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা মানে হলো কনে ছাড়া বিয়ে। খেলার জন্য আমাদের দর্শক দরকার। আশা করি এক বছরের মধ্যে এই করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে।'
এর আগে বিরাট কোহলিসহ অনেক ক্রিকেটারই দর্শকবিহীন মাঠে খেলা আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন। এর মধ্যে একটি অভিনব প্রস্তাব দিয়েছেন ইংলিশ পেসার জফরা আর্চার।
তিনি মাঠে কৃত্রিম উপায়ে দর্শকের আওয়াজ সৃষ্টির পরামর্শ দিয়েছেন। শোয়েব অবশ্য কোনো ভাবেই দর্শকবিহীন মাঠে খেলা আয়োজনের প্রস্তাব মানতে পারছেন না।