পার্থিবকে 'ঘুসি' মারার হুমকি দিয়েছিলেন হেইডেন

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কারণে সখ্যতা গড়ে উঠে ম্যাথু হেইডেন এবং পার্থিব প্যাটেলের মধ্যে। সাবেক অজি ওপেনার ও ভারতীয় উইকেটরক্ষকের সম্পর্কটা একসঙ্গে আইপিএলে খেলার পর অনেক ভালো হলেও এর আগে ভালো ছিল না। এমনকি পার্থিবকে 'ঘুসি' দেয়ার হুমকিও দিয়েছিলেন হেইডেন।
ঘটনাটি আরও ১৬ বছর আগের। সেবার মাত্র ১৮ বছর বয়সে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যান পার্থিব। গ্যাবায় দুই দলের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে ১০৯ রান করে আউট হন হেইডেন।
গুরুত্বপূর্ণ সময়ে ইরফান পাঠানের বলে ফিরে যাওয়ার সময় হেইডেনকে স্লেজিং করেন একাদশের বাইরে থাকা পার্থিব। তখনই বেধে যায় দুজনের মধ্যে।

এ নিয়ে পার্থিব বলেন, 'ব্রিসবেনে পানি টানছিলাম। ইরফান পাঠান তাকে আউট করে। সেঞ্চুরি পেলেও সে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছিল। তার পাশ দিয়ে যাওয়ার সময় মজা করেই স্লেজিং করেছিলাম। সে ভীষণ রেগে গেল।
ব্রিসবেনের ড্রেসিং রুমটা টানেলের মতো। সে ওখানে দাঁড়িয়ে ছিল। আমাকে দেখে বলল “আর একবার এমন করলে মুখে ঘুসি খাবে”। তারপর দুঃখিত বলার পর সে চলে গেল।'
এর কয়েক বছর পর থেকে আইপিএলে চেন্নাইয়ের হয়ে ইনিংস সূচনা করেন হেইডেন ও পার্থিব। তখন থেকেই বদলে যেতে শুরু করে তাদের সম্পর্ক।
পার্থিব আরও বলেন, 'সে ব্রিসবেনে আমাকে মারতে চেয়েছিল। কিন্তু পরে আমরা দুজন ভালো বন্ধু হয়ে যাই। সিএসকেতে আমরা একসঙ্গে খেলেছি।
আইপিএল শেষে ইমার্জিং দলের হয়ে অস্ট্রেলিয়ায় গেলে হেইডেন তার বাড়িতে দাওয়াত করে আমাকে চিকেন বিরিয়ানি ও ডাল খাইয়েছিল।'