promotional_ad

বিপিএলে নির্দিষ্ট দল চান তামিম-মুশফিক

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সতীর্থ বিরাট কোহলিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ভীত গড়েছেন পাকাপোক্তভাবে। চেন্নাই এবং ব্যাঙ্গালুরুর সমার্থক হিসেবে ধোনি ও কোহলিকে আখ্যাও দিয়ে থাকেন অনেকে। 


আরেক তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাও এর ব্যতিক্রম নন। প্রথম তিন মৌসুমের পর থেকে এখন পর্যন্ত টানা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে যাচ্ছেন তিনি। অথচ মুদ্রার উল্টো পিঠ আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্ষেত্রে।


বিপিএলে কোনো ক্রিকেটারেরই দীর্ঘ সময় ধরে এক দলে খেলার নজীর নেই। এই বিষয়টি নিয়ে তাই আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বন্ধু মুশফিকুর রহিমের সঙ্গে এক আড্ডায় আইপিএলের উদাহরণ টেনেছেন তিনি। 



promotional_ad

লাইভে তামিম বলেন, 'বিপিএল দারুণ টুর্নামেন্ট, অনেক কিছু শিখি আমরা, সন্দেহ নেই। কিন্তু আইপিএলে যেমন চেন্নাই মানেই ধোনি, মুম্বাই মানেই রোহিত। একটা দলে ৪-৫ বছর খেলতে পারলে দলটা নিজের হয়ে ওঠে, ভক্ত-সমর্থকদেরও ধারাবাহিকতা গড়ে ওঠে।' 


আইপিএলের মতো বিপিএলেও যেন একজন ক্রিকেটার একই দলে খেলতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তামিম। তাঁর মতে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর উচিত ক্রিকেটারদের সঙ্গে অন্তত তিন বছরের চুক্তি করা। 


তামিমের ভাষ্যমতে, 'আমাদের এখানেও যদি এমন হতো, আমরা যে ৫ জন সিনিয়র আছি, যদি আমাদেরকে দল পছন্দ করার সুযোগ থাকত, কিংবা এমন নিয়ম থাকত যে এক দলে ৩ বছর অন্তত থাকতে হবে, তাহলে ভালো হতো। দল ছেড়ে দিলে অন্য কথা। কিন্তু ৩-৪ বছর একই দলে থাকলে ফ্যান বেজ গড়ে ওঠে, ক্রিকেটারের জন্য ভালো, দলের জন্য ভালো, সব মিলিয়ে দেশের ক্রিকেটের জন্য ভালো।'


তামিমের সঙ্গে একমত মুশফিকও। বিপিএলের প্রায় প্রতি আসরেই নতুন দলের হয়ে খেলতে হয়েছে তাঁকে। আর তাই এই ব্যাপারে নিজেকে সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে মনে করছেন তিনি। একই সঙ্গে এই সমস্যা নিরসনে একটি উপায়ও বাতলে দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।



মুশফিক বলেন, 'এখানে তো সবচেয়ে বড় ভুক্তভোগি আমিই। প্রতি বছরই নতুন দলে খেলতে হয়েছে। বারবার নতুন করে চুক্তি হওয়াটা ক্রিকেটার, কোচ, দল, সমর্থক, সবার জন্যই অনেক চ্যালেঞ্জিং। আমাদের এখানে এখনও হোম-অ্যাওয়ে সিস্টেম গড়ে ওঠেনি। অন্তত ৭-৮ জন শীর্ষ ক্রিকেটারকে আইকন হিসেবে দল পছন্দ করার সুযোগ দিলে, বছর তিনেক এক দলে খেললে ফ্যান বেজ গড়ে ওঠে, মালিকরাও তাদের নিয়ে পরিকল্পনা করতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball