‘দ্য হান্ড্রেড’ পিছিয়ে যাওয়ায় হতাশ রয়

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের ৮ জুলাই থেকে মাঠে গড়ানোর কথা ছিল ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’র প্রথম আসর। কিন্তু মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়লো এখানেও। শুরুর আগেই এক বছর পিছিয়ে গেলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন এই টুর্নামেন্টটি। এ কারণে হতাশ ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।
দ্য হান্ড্রেডে এক লাখ ২৫ হাজার পাউন্ডে ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলার কথা ছিল রয়ের। কিন্তু মাঠেই গড়াচ্ছে না একশ বলের এই আসর।

রয় বলেন, ‘এটা খুব লজ্জার যে আমরা ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে পারলাম না। এই মৌসুমের শেষে কী হবে কেউই জানে না। এই আসর স্থগিত করাটা অনেক বড় ক্ষতি। অবশ্য এখন আরও বিপদ চলছে।
ইসিবির একটি ভালো উদ্যোগ ছিল এটি। এটা একটা বড় আসর হতে পারতো। এর পেছনে অনেক অর্থ খরচ হয়েছে। দুর্ভাগ্যবশত এটা এখন পরিচালনা করা যাচ্ছে না।’
পরিবর্তিত সূচী অনুযায়ী চলতি বছর আর অনুষ্ঠিত হচ্ছে না নতুন সংস্করণের এই টুর্নামেন্টটি। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে অনুষ্ঠিত হবে ৮ দলের এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ইসিবি।
ইসিবি এই সিদ্ধান্তের পেছনে তিনটি বড় কারণ দিয়েছে; সামাজিক দূরত্ব ও বৈশ্বিক ভ্রমণের চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার স্টেডিয়ামে আয়োজনের কারণে দর্শক না পাওয়া এবং ভেন্যুতে নতুন এই টুর্নামেন্টটি আয়োজন করতে অসুবিধা হওয়া।
তবে ইসিবি এটা নিশ্চিত করেছে যে টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়দের দল পরিবর্তিত হবে না এবং যেভাবে এই বছর অনুষ্ঠিত হবার কথা ছিল ঠিক সেভাবেই আগামী বছর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।