promotional_ad

কার্তিকের সঙ্গে রসায়ন গড়তে মুখিয়ে মরগান

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় আছে। তবে আসর যখনই মাঠে গড়াক, মাঠে নামার জন্য মুখিয়ে আছেন ইয়ন মরগান। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে রসায়ন গড়তে প্রস্তুত ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।


সম্প্রতি তিনি বলেছেন, ‘‘কার্তিকের সঙ্গে নিয়মিত কথা হত আমার। বড়দিনের আগে মুম্বাইয়ে ওর সঙ্গে দেখাও হয়েছিল। খুব ভাল মানুষ। মাঠে ওকে সব রকম সাহায্য করতে তৈরি। আমাদের মধ্যে রসায়ন আরও ভাল করে তোলার জন্য মুখিয়ে আছি।’’


promotional_ad

একইসঙ্গে দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালামকেও বেশ পছন্দ মরগানের, ‘‘আমার বিয়েতেও আমন্ত্রিত ছিল ম্যাককালাম। ও কিন্তু খুব মজা করতে পছন্দ করে। ক্রিকেটার হিসেবে নিউজ়িল্যান্ডের পাশাপাশি ক্রিকেটবিশ্বকেও অনেক কিছু দিয়েছে। এ ধরনের একজন ব্যক্তিত্ব কোচ থাকলে আর চিন্তা কীসের।’’ 


কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক বার আইপিএল শিরোপা জেতার অভিজ্ঞতা আছে মরগানের। ২০১২ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে দলটির শিরোপা জিতে নেন তিনি।


তখন অবশ্য মরগান ছিলেন তরুণ ক্রিকেটার। এবার বিশ্বকাপ জিতে নিজেকে বিচক্ষণ নেতা হিশেবে ক্রিকেট বিশ্বে সুপরিচিত করেছেন মরগান। আইপিএল নিলামে কলকাতা তাঁকে দলে ভিড়িয়েছে ৫ কোটি ২৫ লক্ষ রুপিতে।


মরগান আরও বলেন, ‘‘প্রচণ্ড উত্তেজিত ছিলাম। তিন বছর নাইটদের জার্সিতে খেলেছি। ২০১২-তে চ্যাম্পিয়ন হয়েছি। প্রথম বার চ্যাম্পিয়ন হয়ে কলকাতা ফেরার পরে খুব ভাল লেগেছিল। দর্শক ঠাসা ইডেন আমাদের স্বাগত জানিয়েছিল। সেই মুহূর্ত কখনও ভুলব না।’’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball