পাঞ্জাবের কোচিং প্যানেলে বিসিবির সাবেক দুই কোচ
ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচের দায়িত্বে বেশ কিছুদিন আগে থেকেই আছেন ভারতের জাতীয় দলের সাবেক কোচ এবং কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। তাঁর সাথে কোচিং প্যানেলে যুক্ত হলেন ওয়াসিম জাফর, চার্ল ল্যাঙ্গাভেল্ট, অ্যান্ডি ফ্লাওয়ার এবং জন্টি রোডসরা। এদের মধ্যে জাফর ও ল্যাঙ্গাভেল্ট- দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কোচ।
শনিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। আইপিএলের ১৩তম আসরে পাঞ্জাবের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন এ ডানহাতি ব্যাটসম্যান। গত বছর বিসিবির ব্যাটিং পরামর্শক হিশেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন জাফর। তাঁর অধীনে ছিল বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট।

এছাড়া পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ল্যাঙ্গাভেল্ট, যিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে গেছেন বেশ কিছুদিন আগেই।
অন্যদিকে কোচ অনিল কুম্বলের রণকৌশল সাজাতে তাঁকে সাহায্য করবেন সহকারী কোচ হিশেবে দায়িত্ব পাওয়া অ্যান্ডি ফ্লাওয়ার। ফ্লাওয়ার জিম্বাবুয়ে দলের সাবেক ক্রিকেটার যিনি ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ।
পাঞ্জাবের কোচিং স্টাফদের একজন হতে পেরে ফ্লাওয়ার বলেন, "কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত এবং আইপিএলের এবারের আসরে অনিল কুম্বলের সাথে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছি।"
অপরদিকে সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডসকে পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিশেবে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিশেবে কাজ করেন এই দক্ষিণ আফ্রিকান।
নিজের দল এবং কোচিং স্টাফদের নিয়ে কুম্বলে বলেন, "আমরা এবারের আসরের জন্য যে দল তৈরি করেছি তা সত্যিই অনেক দুর্দান্ত এবং আমাদের কোচিং স্টাফরাও অনেক অভিজ্ঞ। এটা আমাদেরকে লক্ষ্যে পৌছাতে সাহায্যে করবে।"