দ্রুত বিদায় নিলেন ইমরুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ৭০/২ (৭ ওভার) (গেইল ৪৫*, মাহমুদউল্লাহ ৮*; ইরফান ১/৬, রাসেল ১/৯)
দ্রুত বিদায় ইমরুলেরঃ ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ইমরুল কায়েসের উইকেটটি তুলে নেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। দলীয় ৫৮ রানের মাথায় ইমরুলকে মোহাম্মদ নাওয়াজের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরের পাঠান তিনি।

ইরফানের আঘাতঃ বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে চট্টগ্রাম। রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানের মাথায় ওপেনার জিয়াউর রহমানকে ফিরিয়ে দেন রাজশাহীর পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ ইরফান। ১২ বলে ৬ রান করে বোল্ড হয়ে ফেরেন জিয়াউর।
বাঁচা মরার এই ম্যাচে রাজশাহীর একাদশে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার রবি বোপারার বদলে জায়গা পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। এছাড়া স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে দলে এসেছেন ইরফান শুক্কুর।
অপরদিকে ঢাকা প্লাটুনের বিপক্ষে এলিমিনেটরে জয় পাওয়া চট্টগ্রাম উইনিং কম্বিনেশন ঠিক রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ
জিয়াউর রহমান, ক্রিস গেইল, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, চ্যাডউইক ওয়ালটন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, রায়াদ এমরিট, মেহেদি হাসান রানা, আসেলা গুনারত্নে।
রাজশাহী রয়্যালস একাদশঃ
লিটন দাস, ইরফান শুক্কুর, শোয়েব মালিক, আফিফ হোসেন ধ্রুব, আন্দ্রে রাসেল (অধিনায়ক) মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান, অলক কাপালি, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি।