বাঁচা মরার ম্যাচে টস জিতলেন রাসেল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী রয়্যালস। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে এরই মধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল।
এবারের বিপিএলে দল হিসেবে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল চট্টগ্রাম। সবার আগে প্লে অফের টিকেট কাটে দলটি। কিন্তু শেষের কয়েকটি ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে তারা। গ্রুপ পর্ব শেষে মাহমুদউল্লাহ রিয়াদের দলের অবস্থান ছিল তৃতীয়।

অবশ্য প্লে অফে আবারও ঘুরে দাঁড়ায় তারা। ঢাকা প্লাটুনকে এলিমিনেটর ম্যাচে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চট্টগ্রাম। তাই আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে দলটি। তবে রাজশাহীকে নিয়েও ভাবতে হচ্ছে তাদেরকে।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে আন্দ্রে রাসেলের দল। দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তারা। বিশেষ করে রাজশাহীর টপ অর্ডার নিয়ে ভাবছে চট্টগ্রাম।
এখন পর্যন্ত লিটন দাস এবং আফিফ হোসেনের উদ্বোধনী জুটি রাজশাহীকে ৭টি ম্যাচে পঞ্চাশোর্ধ রান এনে দিয়েছে। সঙ্গে ডানহাতি ব্যাটসম্যান শোয়েব মালিক রয়েছেন দারুণ ফর্মে। সব মিলিয়ে এই তিনজনকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে চট্টগ্রাম।