গ্রুপ পর্ব শেষে রুশো-মুশফিকের চমক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন খুলনার ব্যাটসম্যান রাইলি রুশো। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
১২ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি ও ৫০.৮৮ গড়ে ৪৫৮ রান করেছেন রুশো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২৩ রান করার পথে প্রোটিয়া এই ব্যাটসম্যান ছাড়িয়ে যান এই তালিকায় শীর্ষে থাকা কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়ক ডেভিড মালানকে।

মালানকে ছাড়িয়ে গেছেন মুশফিকও। ঢাকার বিপক্ষে ১৮* রান করেন মুশফিক। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের মোট রান ৭৪.৮৩ গড়ে ৪৪৯। সর্বোচ্চ রানের ইনিংস ৯৮*। ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি রুশোর মতই চারটি।
এই তালিকায় কিছুদিন আগেও শীর্ষে থাকা মালান নেমে গেছেন তিন নম্বরে। তাঁর রান ৪৪৪। ১১ ইনিংসে ৪৯.৩৩ গড়ে রান তোলা মালান তিনটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন।
তালিকায় চার নম্বরে আছেন রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ১২ ইনিংসে ৩৮.৩৬ গড়ে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪২২ রান করেছেন তিনি।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। ১১ ইনিংসে ৫৭.৮৫ গড় ও চারটি হাফ সেঞ্চুরিসহ ৪০৫ রান করেছেন ইমরুল।