promotional_ad

গ্রুপ পর্ব শেষে রুশো-মুশফিকের চমক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন খুলনার ব্যাটসম্যান রাইলি রুশো। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।


১২ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি ও ৫০.৮৮ গড়ে ৪৫৮ রান করেছেন রুশো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২৩ রান করার পথে প্রোটিয়া এই ব্যাটসম্যান ছাড়িয়ে যান এই তালিকায় শীর্ষে থাকা কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়ক ডেভিড মালানকে।



promotional_ad

মালানকে ছাড়িয়ে গেছেন মুশফিকও। ঢাকার বিপক্ষে ১৮* রান করেন মুশফিক। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের মোট রান ৭৪.৮৩ গড়ে ৪৪৯। সর্বোচ্চ রানের ইনিংস ৯৮*। ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি রুশোর মতই চারটি।


এই তালিকায় কিছুদিন আগেও শীর্ষে থাকা মালান নেমে গেছেন তিন নম্বরে। তাঁর রান ৪৪৪। ১১ ইনিংসে ৪৯.৩৩ গড়ে রান তোলা মালান তিনটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন।


তালিকায় চার নম্বরে আছেন রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ১২ ইনিংসে ৩৮.৩৬ গড়ে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪২২ রান করেছেন তিনি।



সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। ১১ ইনিংসে ৫৭.৮৫ গড় ও চারটি হাফ সেঞ্চুরিসহ ৪০৫ রান করেছেন ইমরুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball