প্রথম বাংলাদেশি হিসেবে শান্তর সেঞ্চুরি
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে চার উইকেটে ২০৫ রান করেছে ঢাকা প্লাটুন। মুমিনুল হকের ৯১ ও মেহেদী হাসানের ৬৮* রানের সুবাদে এমন সংগ্রহ গড়েছে ঢাকা। জবাবে ব্যাটিং করছে খুলনা।
শান্তর বিধ্বংসী সেঞ্চুরিঃ
২৭ বলে হাফ সেঞ্চুরির দেখা পান নাজমুল হোসেন শান্ত। হাফ সেঞ্চুরি করে রাইলি রুশোকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে দলের রান বাড়াতে থাকেন তিনি।
যদিও বেশীক্ষণ টিকতে পারেননি রুশো। ১৭ বলে ২৩ রান করে সাদাব খানকে উড়িয়ে মারতে গিয়ে বিদায় নেন তিনি। দেখেশুনে খেলতে থাকা শান্ত মাত্র ৫১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর প্রথম সেঞ্চুরি তুলে নেন। এবারের বিপিএলে এবারই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেল। একইসাথে চলতি আসরের তৃতীয় সেঞ্চুরি এটি।

বিপিএলের ইতিহাসে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পেয়েছেন শান্ত। এর আগে সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান ও তামিম ইকবাল।
ঝড়ো ইনিংস খেলা মেহেদীকে ফেরালেন মেহেদীঃ
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন খুলনার ওপেনার মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লে'তে ৬০ রান তোলেন তিনি।
পাওয়ার প্লে'র পরের ওভারে মেহেদী হাসানের বলে বোল্ড হন মিরাজ। ফেরার আগে করেন ২৫ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৪৫ রান। উদ্বোধনী জুটিতে খুলনা তুলেছে ৭০ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ২০৫/৪ (২০ ওভার)
(মুমিনুল ৯১, মেহেদী ৬৮*; ফ্রাইলিঙ্ক ২/৩৫)
খুলনা টাইগার্সঃ ১৭৩/২ (১৬.১ ওভার)
(শান্ত ১০০*, মুশফিক ৪*)
ঢাকা প্লাটুন একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদি হাসান, জাকের আলী, মুমিনুল হক, আসিফ আলী, থিসারা পেরেরা, সাদাব খান, ফাহিম আশরাফ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ।
খুলনা টাইগার্স একাদশঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।