promotional_ad

ঝড়ো ইনিংস খেলা মেহেদীকে ফেরালেন মেহেদী

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে চার উইকেটে ২০৫ রান করেছে ঢাকা প্লাটুন। মুমিনুল হকের ৯১ ও মেহেদী হাসানের ৬৮* রানের সুবাদে এমন সংগ্রহ গড়েছে ঢাকা। জবাবে ব্যাটিং করছে খুলনা।


ঝড়ো ইনিংস খেলা মেহেদীকে ফেরালেন মেহেদীঃ



promotional_ad

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন খুলনার ওপেনার মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লে'তে ৬০ রান তোলেন তিনি।


পাওয়ার প্লে'র পরের ওভারে মেহেদী হাসানের বলে বোল্ড হন মিরাজ। ফেরার আগে করেন ২৫ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৪৫ রান। উদ্বোধনী জুটিতে খুলনা তুলেছে ৭০ রান।


সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ২০৫/৪ (২০ ওভার)
(মুমিনুল ৯১, মেহেদী ৬৮*; ফ্রাইলিঙ্ক ২/৩৫)
খুলনা টাইগার্সঃ ৮০/১ (৭.৪ ওভার)
(শান্ত ৩৩*, রুশো ১*)



ঢাকা প্লাটুন একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদি হাসান, জাকের আলী, মুমিনুল হক, আসিফ আলী, থিসারা পেরেরা, সাদাব খান, ফাহিম আশরাফ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ।  


খুলনা টাইগার্স একাদশঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball