৬ ক্যাচে রেকর্ডের পাতায় জাকের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টোয়েন্টি ফরম্যাটে বদলি উইকেটরক্ষক হিসেবে রেকর্ড গড়েছেন ঢাকা প্লাটুনের জাকের আলী। সোমবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৬টি ক্যাচ নিয়েছেন এই উইকেটরক্ষক।
বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ডও এটি। আগের রেকর্ডটি ছিল রনি তালুকদারের। ৪টি ক্যাচ নিয়ে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন তিনি।

শুরু থেকে ঢাকার একাদশে নিয়মিত ছিলেন জাকের। কিন্তু রাজশাহীর বিপক্ষে তাঁকে বাইরে রেখেই মাঠে নামে ঢাকা। এনামুল হক বিজয় চোট পাওয়ায় জাকেরকে বদলি হিসেবে নামায় ঢাকা।
উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার কীর্তিটি নিজের দখলে রেখেছেন শ্রীলংকার উইকেটরক্ষক উপল ফার্নান্ডো। ২০০৫ সালে এই কীর্তি গড়েন তিনি।
ভারতের মুম্বাইয়ের উইকেটরক্ষক আদিত্য টারে ৬ উইকেট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। সমানসংখ্যক ক্যাচ নিয়ে টারের পাশে নাম বসিয়েছেন জাকের। উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে ৫টি করে ক্যাচ নেয়ার রেকর্ডে নাম আছে কুমার সাঙ্গাকারা, ম্যাট প্রায়র, মহেন্দ্র সিং ধোনিদের।