অনন্য কীর্তিতে রাজশাহী অধিনায়ক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে ২১ বলে ৩৭ রান করেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। এই ইনিংস খেলার পথে ৪টি ছক্কা মারেন তিনি। এরই সঙ্গে অনন্য এক রেকর্ডে নাম লেখান এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
ক্রিকেট বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কা মারার নজীর গড়েছেন রাসেল। এই মাইলফলকে পা রাখতে সবমিলিয়ে ৩১২টি ম্যাচ খেলেছেন রাজশাহী দলপতি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কার মালিক আরেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। ৪০০ ম্যাচে তাঁর ৯৬৬টি ছক্কা মেরেছেন তিনি। গেইলের পর তালিকার দুই এবং তিন নম্বরে আছেন কাইরন পোলার্ড ও ব্র্যান্ডন ম্যাককালাম।
টি-টোয়েন্টিতে পোলার্ড এবং কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাককালামের ছক্কা সংখ্যা যথাক্রমে ৬৪৭ ও ৪৮৫। ৪৩১টি ছক্কা নিয়ে তালিকার চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
রাসেলের এই অনন্য কীর্তির দিনে কুমিল্লার বিপক্ষে ১৫ রানের জয়ের দেখা পেয়েছে তাঁর দল। বঙ্গবন্ধু বিপিএলের ২৩তম এই ম্যাচে রাজশাহীর দেয়া ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৭৫ রানে থামে কুমিল্লা। ফলে রাজশাহীর বিপক্ষে টানা দ্বিতীয় পরাজয় বরণ করে নেয় তারা।