promotional_ad

চট্টগ্রাম কেন সফল, জানালেন প্লাঙ্কেট

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষ হতে চলেছে। ২৭ ডিসেম্বর থেকে শুরু ঢাকা পর্বের খেলা। আগেই ঢাকায় ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন অব্দি এই আসরের অন্যতম সফল দল তারাই। সদ্য স্কোয়াডে যোগ দেয়া পেসার লিয়াম প্লাঙ্কেট জানিয়েছেন, দল হিসেবে খেলেই সফল চট্টগ্রাম।


চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে ছিলেন না  দলটির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া স্কোয়াডে থাকলেও এখনো যোগ দেননি ক্রিস গেইল। এরপরও অবশ্য ইমরুল কায়েস এবং রায়াদ এমরিটের অধীনে দুর্দান্ত খেলেছে চট্টগ্রাম। 



promotional_ad

মাঝে মাহমুদউল্লাহ ফিরলেও আবারো চোটে পড়েছেন। দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার এবং অধিনায়ক চোটে পরলেও তার অভাব বুঝতে দেননি বাকিরা। প্লাঙ্কেট মনে করেন, দলের জন্য সবাই অবদান রাখছেন বলেই সাফল্য ধরা দিচ্ছে তাদের।


প্লাঙ্কেট বলেন, `আমার মনে হয় দলের সবাই সমান অবদান রাখছে। আর এটাই দল হিসেবে সাফল্য এনে দিচ্ছে আমাদের। ব্যাট হাতে টপ অর্ডার দুর্দান্ত খেলছে, নতুন বলে তরুণ পেসাররাও ভালো করছে। এটাই মূলত সাফল্যের পেছনে কারণ মনে হয়।'


৭ ম্যাচে ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম। রাউন্ড রবিন লিগের শেষেও শীর্ষে থাকতে চায় চট্টগ্রাম। শেষ ম্যাচে হারলেও ঘুরে দাঁড়াতে মরিয়া চ্যালেঞ্জার্স শিবির। প্লাঙ্কেটও আশাবাদী ঢাকা পর্বে আরো ভালো করবেন তারা।



ইংলিশ এই পেসারের ভাষায়, `পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে অফ খেলতে চাই। গত ম্যাচে আমরা হেরেছি, ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে ব্যাটসম্যানরা। ছেলেরা বেশ পরিশ্রম করছে, আশা করি পরের ম্যাচেই বেশ শক্তভাবে ফিরে আসবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball