promotional_ad

বিপিএলে বিনোদন চান নান্নু

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


৮ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার‍ লিগের (বিপিএল)। মাঠের লড়াই শুরু হয়েছে ১১ ডিসেম্বর। বিপিএলের এই বিশেষ আসরকে দর্শকদের জন্য আনন্দদায়ক করে তুলতে আয়োজনের কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, টি-টোয়েন্টি ফরম্যাটে রান না হলে দর্শকরা বিনোদন থেকে বঞ্চিত হন। তাই বিপিএলের খেলাগুলোকে আরও উত্তেজনাপূর্ণ এবং বিনোদনমূলক করে তোলার চেষ্টা করছেন তাঁরা। 



promotional_ad

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে রান না হলে তো মুশকিল। উত্তেজনা থাকতে হবে, বিনোদন থাকতে হবে। যেভাবে খেলা হচ্ছে, ১৭০-৮০ রান হলে টি-টোয়েন্টি ফরম্যাটের ভালো দিকটা দেখা যায়। সেই হিসেবে বোলারদেরও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো বলটা করতে হবে।’


টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিং করা দল বড় সংগ্রহ গড়লে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কঠিন হয়ে যায় বোলারদের জন্য। তখন বোলারদের অনেক বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হয় বলে মনে করেন মিনহাজুল আবেদীন। এখনও স্থানীয় যে বোলাররা ভালো করেননি, দুই-এক ম্যাচের মধ্যে তারাও পারফরম্যান্স করা শুরু করবেন বলে বিশ্বাস নান্নুর।


তিনি বলেছেন, ‘এটা বোলারদের জন্যও কিন্তু হার্ড ওয়ার্ক। যখন একটা টিম ১৭০ করে সেকেন্ড হবে, তখন কিন্তু বোলারদের অনেক বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হয়। আমার বিশ্বাস, যারা ভালো করছে না দুই-একটা ম্যাচ গেলে তারাও ভালো করবে।’
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball