promotional_ad

খাবার খেয়ে অসুস্থ ২৫ সাংবাদিক, দ্রুত ব্যবস্থা নিল বিসিবি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সরবরাহ করা দুপুরের লাঞ্চ ও সন্ধ্যার নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েন ২৫ সাংবাদিকসহ অন্তত ৩০ জন। বমি, পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে বাথরুমে অজ্ঞান হয়ে পড়েন দুজন সাংবাদিক। অসুস্থ হয়ে পড়েন বিসিবির মিডিয়া বিভাগে কর্মরত কয়েকজন কর্মীও। 


এমন ঘটনার পর খাবার সরবরাহকারী রেস্টুরেন্ট সেভেন হিলের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। গুরুতর এই সমস্যা সমাধান করতে বেশি সময় নেয়নি বিসিবি। এখন থেকে ঢাকা ক্লাব থেকে আসবে সাংবাদিকদের দুপুরের এবং সন্ধ্যার নাস্তা।



promotional_ad

বিসিবি সভাপতি শনিবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। শনিবারই সন্ধ্যার নাস্তায় পরিবর্তন এনেছে বিসিবি।


নাজমুল হাসান বলেন, ‘এটা আমি শুনেছি। আমি শুনলাম যেখান থেকে খাবার আসে সেখান থেকে সব সময়ই খাবার আসে। মানে জায়গাটা খারাপ না। কোনো না কোনো কারণে সমস্যা হয়েছে। প্যাকেটে যেহেতু দেওয়া হয়, প্যাকেট যদি অনেকক্ষণ থাকে তখন সমস্যা হয়। এটা তো ওরা ১২টার মধ্যে পৌঁছে দেয়। কেউ যদি এখন ৩-৪ টার দিকে খেতে যায়, তাহলে তো এখানে সমস্যা হতেই পারে। ওই জায়গাটা চেঞ্জ করতে বলা হয়েছে। ঢাকার ওয়ান অফ দ্যা বেস্ট হলো ঢাকা ক্লাব। ঢাকা ক্লাব থেকে খাবার আসবে।’ 


‘প্যাকেটে দিলে যেহেতু সমস্যা হয় আমরা বলেছি প্রেসিডেন্ট বক্সে যেমন দেয়, সে রকম বুফে সিস্টেমে সার্ভ করা হবে। আমাকে জানালো অনেকে নাকি লাঞ্চই করে চারটার দিকে। ওটা তখন হবে না আরকি। আপনাদের টাইম ফিক্স করে দেওয়া হবে, কারণ খাবার তো আর অতক্ষণ রেখে দেওয়া যাবে না বুফেতে। টাইম ফিক্স করা থাকবে ১ টা থেকে ৩ টা পর্যন্ত বা সাড়ে ১২ টা থেকে ৩ টা পর্যন্ত। প্রেসিডেন্ট বক্সে ঢাকা ক্লাব থেকে খাবার আসে। এখানেও আসবে, এবং আমরা বলেছি বুফে সার্ভ করবে।’



বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম প্রেসবক্সে এসে পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়ায় তারাও উদ্বিগ্ন। তিনি বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক এবং বিব্রতকরও বটে।’ 


সেভেনহিল রেস্টুরেন্টের ম্যানেজার শাহাবুদ্দিন আহমেদ উৎপল জানান, তাদের কাছে অভিযোগ দিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘বিসিবির কাছ থেকে খাবার নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা আমাদের খাদ্য তৈরি করা কমিটি নিয়ে বৈঠক করব। কেন, কী কারণে এমনটি হচ্ছে জানার চেষ্টা করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball