অপেক্ষায় আছি মাঠে নামারঃ লিখন

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই লেগ স্পিনার ইস্যুতে গুরুত্ব দিয়েছে বিসিবি। প্রতি দলে লেগ স্পিনার বাধ্যবাধকতার বিষয়টি নিয়ে খোদ বিসিবি সভাপতি কথা বলেছেন বেশ কয়েকবার। কিন্তু বিপিএল শুরুর আগে রংপুর রেঞ্জার্স জানায় একাদশে লেগ স্পিনার রাখতে হবে এমন কোন নিয়ম নেই।
মাঠের লড়াই শুরু হওয়ার পর দেখা গেল রংপুরের কথাই সত্যি। দুই-একটি দল এই নিয়ম মানলেও বাকিরা লেগ স্পিনার না রেখেই একাদশ সাজাচ্ছে। এমনকি সাফল্যও পাচ্ছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াডে থাকা জুবায়ের হোসেন লিখন দুই ম্যাচেই ছিলেন বেঞ্চে। প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও তাকে বাইরে থেকে দলে টানে চ্যালেঞ্জার্সরা। বেঞ্চে বসে থাকা এই লেগ স্পিনার অপেক্ষায় আছেন সুযোগের।
শুক্রবার একাডেমি মাঠে অনুশীলন এসে লিখন বলেন, `নিজেকে যেভাবে প্রস্তুত করতে হয় সেভাবেই করেছি, অপেক্ষায় আছি মাঠে নামার সুযোগ পেলে এতদিন যে কষ্ট করেছি সেটা প্রয়োগ করতে চাই, নিজের সেরাটা দেওয়ার।'
এদিকে দলোটির ম্যানেজার ফাহিম মুনতাসির জানিয়েছেন, কম্বিনেশনের কারণে জায়গা হচ্ছে না লিখনের। তিনি বলেন, ‘টিম কম্বিনেশনের সুবিধার্থে দেশি হোক বিদেশি হোক সেভাবেই দল সাজানো হয়। আর এটা কোচ নিজে করে থাকে। টিমের জন্য যেটা ভালো হয় সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি।’
বাংলাদেশের হয়ে সব ফরম্যাটের জার্সি গায়ে চাপালেও, লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে লিখন। বাংলাদেশের হয়ে খেলেছেন ৬ টেস্ট ৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলা ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়া লিগেও হন উপেক্ষিত।