কুমিল্লাকে ব্রেক থ্রু এনে দিলেন মুজিব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ওয়ারিয়র্সঃঃ ১৭৩/৭ (২০ ওভার) (শানাকা ৭৫*, সৌম্য ২৬; গ্রেগরি ২/২৫, মুস্তাফিজ ২/৩৭)

রংপুর রেঞ্জার্সঃ ১৯/১ (৩ ওভার) (নাঈম ১*, জহুরুল ০*; মুজিব ১/৫)
শাহজাদকে ফেরালেন মুজিবঃ কুমিল্লা ওয়ারিয়র্সের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ এবং মোহাম্মদ নাঈম। আবু হায়দার রনির দ্বিতীয় ওভার থেকে ১২ রান নেন আফগান উইকেট রক্ষক ব্যাটসম্যান শাহজাদ।
কিন্তু তিন নম্বর ওভারে বোলিংয়ে এসে শাহজাদকে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তাঁরই স্বদেশী স্পিনার মুজিব উর রহমান। ৮ বলে ২ ছক্কায় ১৩ রান করে আউট হন শাহজাদ।
এর আগে কুমিল্লার লঙ্কান রিক্রুট দাসুন শানাকার ঝড়ো হাফ সেঞ্চুরিতে ভর করে নির্??ারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে কুমিল্লা ওয়ারিয়র্স। ৩১ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন শানাকা। তাঁর ইনিংসটি সজানো ছিল ৯টি ছয় এবং ৩ চারে।
এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন সৌম্য সরকার। রংপুরের হয়ে ২টি করে উইকেট শিকার করেন সঞ্জিত সাহা, মুস্তাফিজুর রহমান এবং লুইস গ্রেগরি। আর একটি উইকেট নেন মোহাম্মদ নবী।