রাজশাহীর ক্যাম্পে ওয়াইশ শাহ, যোগ দিয়েছেন ইরফান-জাজাইরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে রাজশাহী রয়্যালসের শিবিরে যোগ দিয়েছেন কোচ ওয়াইশ শাহ। এর আগে বিপিএল প্লেয়ার্স ড্রাফটেও উপস্থিত ছিলেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।
শাহ ছাড়াও রাজশাহীর অনুশীলনে যোগ দিয়েছেন দুই বিদেশী পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই।

ড্রাফটের বাইরে থেকে পাকিস্তানের শোয়েব মালিক এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়েছে রাজশাহী। সূত্র থেকে জানা গেছে এই দুজন দ্রত দলের সঙ্গে যোগ দেবেন।
দেশী ক্রিকেটারদের মধ্যে রাজশাহীর স্কোয়াডে আছেন লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলামরা। বিদেশীদের মধ্যে আরও আছেন রবি বোপারা এবং পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।
১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের মূল পর্বের লড়াই। রাজশাহী নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ ডিসেম্বর। প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা।
রাজশাহী রয়্যালসঃ লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি), আবু জায়েদ রাহি (বি), ফরহাদ রেজা (বি), তাইজুল ইসলাম (বি), অলক কাপালি (সি), কামরুল ইসলাম রাব্বি (বি), ইরফান শুককুর (সি), মিনহাজুল আবেদিন আফ্রিদি (ডি), নাহিদুল ইসলাম (সি)।
বিদেশিঃ রবি বোপারা (ইংল্যান্ড), হজরত উল্লাহ জাজাই (আফগানিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।