promotional_ad

ক্যারিয়ার গড়ার মঞ্চ বঙ্গবন্ধু বিপিএল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বিপিএলকে (বিবিপিএল) ক্রিকেটারদের জন্য জাতীয় দলে সুযোগ পাওয়ার মঞ্চ হিসেবে দেখছেন আকরাম খান। পাদপ্রদীপের আলোয় আসার জন্য এই টুর্নামেন্টের কোনো বিকল্প দেখছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


বিপিএলে রংপুর রেঞ্জার্সের টিম ডিরেক্টরের দায়িত্বে থাকা আকরাম আসন্ন টুর্নামেন্টটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। ভবিষ্যতে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য এই  টুর্নামেন্টে ক্রিকেটারদের ভালো খেলার আহ্বান জানান তিনি। 



promotional_ad

আকরাম খান বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট কিন্তু স্থানীয় ক্রিকেটারদের জন্য খুব ভালো একটা সুযোগ। টুর্নামেন্টটি সবাই দেখে। অনেক জনপ্রিয় একটি টুর্নামেন্ট এটা। এই টুর্নামেন্টে যে ভালো খেলবে তাঁর ভবিষ্যৎ অনেক ভালো যাবে। সে সামনে সুযোগও বেশি পাবে।’


বিপিএলে ভালো করতে পারলে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় জায়গা দলে হয় ক্রিকেটারদের। উদাহরণ হিসেবে বলা যায় আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুবদের নাম। 


আকরাম খান তাই বলছেন, '‘সাধারনত ‘এ’ দলে পারফর্ম করে ছেলেরা জাতীয় দলে আসে। এখানে একটা খেলোয়াড় টি-টোয়েন্টিতে ভালো করলেই কিন্তু দরজাটা খুলে যায়। ক্রিকেটাররা সবাই রোমাঞ্চিত, কষ্ট করছে, পারফর্ম করতে মরিয়া হয়ে আছে।’



রবিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার নতুন আঙ্গিকে টুর্নামেন্টটি আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball