আমাদের পকেট থেকে কিছু যাচ্ছে নাঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এই অনুষ্ঠান মাতাতে আসছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগমদের, কৈলাশ খেলদের মতো তারকা শিল্পীরা। বাংলাদেশ থেকে থাকবেন ব্যান্ড তারকা জেমস ও মমতাজ।
এমন নামিদামি তারকাদের দিয়ে অনুষ্ঠান করতে স্বাভাবিকভাবেই মোটা অঙ্কের বাজেট প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুষ্ঠানের বাজেট নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তিনি জানিয়েছেন, পুরো খরচই বহন করবে স্পন্সররা। বিসিবির কোনো খরচ নেই এই অনুষ্ঠানে।

বিসিবি সভাপতি বলেন, ‘বাজেটের ব্যাপারে আসলে বলা মুশকিল। যেহেতু বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্টটি, তাই আমরা বাজেটটি নিয়ে চিন্তা ভাবনা করছি না। আর এটা স্পন্সর পুরোটা বহন করছে। আমাদের পকেট থেকে কিছু যাচ্ছে না।’
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নাজমুল হাসান বলেন, ‘শিল্পীদের মধ্যে আছে সনু নিগম, কৈলাস খের, সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। আর বাংলাদেশের অনেক শিল্পী থাকছে। এর মধ্যে আমাদের আমাদের এমপি মমতাজ আছেন। জেমস আছেন, আরো অনেকে আছেন।’
প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিবিহীন বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। নতুন আঙ্গিকে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রতিটি দলের দায়িত্বে থাকবে বিসিবি।