promotional_ad

বিপিএলে আসছেন না গ্র্যান্ট ফ্লাওয়ার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ারের। কিন্তু জানা গেছে বিপিএলে আর আসা হচ্ছে না তাঁর। 


ফ্লাওয়ারের বদলে রংপুরের কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের মার্ক ও'ডনেল। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জার্সের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। মূলত শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ায় বিপিএলে আসছেন না ফ্লাওয়ার। 


promotional_ad

আকরাম খান বলেন, 'ফ্লাওয়ার আমাদের সাথে যোগ দিতে আসছেন না তাই আমরা নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেলকে আমাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। ফ্লাওয়ার শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছে। এ কারণে বিপিএলে কাজ করবে না।’ 


বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে রংপুরের হয়ে উপস্থিত ছিলেন ফ্লাওয়ার। তার আগে থেকেই অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে তাঁর আলাপ চলছিল। এবার সেই চুক্তি পাকা হওয়ায় বিপিএল থেকে সরে দাঁড়ালেন ৪৮ বছর বয়সী এই কোচ। 


কোচ হিসেবে যথেষ্ট নামডাক রয়েছে ফ্লাওয়ারের। এর আগে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে অনেক দিন কাজ করেন তিনি। অবশ্য তাঁর বদলী মার্ক ও’ডনেলের অভিজ্ঞতার ভান্ডারও কম নয়।


নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল অকল্যান্ডের কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচও ছিলেন তিনি। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball