আইপিএলে আসছে নতুন প্রযুক্তি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে নো-বল ধরার নতুন প্রযুক্তি আনার পরিকল্পনা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টুর্নামেন্টের মান আরো বাড়াতে এরই মধ্যে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায় তারা।
বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি জয়েশ জর্জ এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে আইপিএলে নতুন প্রযুক্তি আনার এই প্রক্রিয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সিরিজ থেকেই শুরু করা হয়েছে।

ফ্রন্ট ফুট নো বল সঠিকভাবে ধরার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে জর্জ বলেন, 'এর আগে আমরা দেখেছি ফ্রন্ট ফুট নো বল বের করা কঠিন। ফ্রন্ট ফুট নো বল বের করার জন্য প্রযুক্তি রাখতে চাইছি আমরা। এরই মধ্যে বড় ধরণের পরীক্ষা নিরীক্ষা শেষ এবং আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এটি চালিয়ে যাব।'
আইপিএলের প্রতিটি আসরেই নিত্যনতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে জোর দেয় বিসিসিআই। এবারও একই লক্ষ্য থাকছে তাদের বলে জানান বোর্ডের জয়েন্ট সেক্রেটারি। মূলত বোলারদের দুর্ভোগ দূর করতেই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
জর্জ বলেন, 'কাজটি প্রক্রিয়াধীন রয়েছে। আইপিএল সবসময় নতুন কিছু আবিষ্কারের সেরা উপলক্ষ। আইপিএলের প্রতিটি আসরে যেন নতুন প্রযুক্তি আনা যায় সেইদিকে আমরা লক্ষ্য রাখি এবং খেলাটির উন্নতিতে সাহায্য করি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন খেলোয়াড় কেন দুর্ভোগ পোহাবে যদি প্রযুক্তির সাহায্য থাকে?'
আগামী বছরের এপ্রিলে পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর। গত আসরের বিজয়ী দল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স।