promotional_ad

মুমিনুল ধীর গতির ব্যাটসম্যান নয়ঃ সালাহউদ্দিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন মুমিনুল হক। টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত হলেও বিপিএলে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারবেন মুমিনুল, বিশ্বাস দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের।  


টেস্টে অটোম্যাটিক চয়েজ হলেও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি দলে সাধারণত গণ্য করা হয় না মুমিনুলকে। আর সেই কারণে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। ঠিক যেমনটি প্রশ্ন করা হয় সালাহউদ্দিনকেও।



promotional_ad

দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ অবশ্য মুমিনুলকে ধীর গতির ব্যাটসম্যান হিসেবে মানতে নারাজ। যেকোনো ব্যাটসম্যানের চেয়ে স্ট্রাইক রোটেট করে খেলার সক্ষমতা রয়েছে মুমিনুলের বলে মনে করেন তিনি। 


সালাহউদ্দিন বলেন, 'আমার কাছে মনে হয় না সে ধীরে খেলে। আপনাদের কাছে মনে হতে পারে। আমার কাছে মনে হয় সে অন্যান্য অনেক ভালো প্লেয়ারের চেয়ে স্ট্রাইক রোটেট খুব ভালো করতে পারে। টি-টোয়েন্টিতে হয়তো গত দুটি বছর সে ভালো খেলেনি, আমার মনে হয় সে একটু বেশিই আক্রমণাত্মক হতে গেছে। আমার কাছে মনে হয় তার যতটুকু সামর্থ্য আছে সেটা এখানে খেললে সে সাফল্য পাবে।'


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে মুমিনুল ছাড়া আরো খেলবেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজার মতো তারকারা। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball