promotional_ad

স্থানীয় কোচদের সুযোগ না পাওয়ার কারণ নেইঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি কোচের পাশাপাশি দেশি কোচরাও অভিজ্ঞতার ভিত্তিতে সুযোগ পাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন। 


বিপিএলে প্রতিটি দলের দায়িত্বে একজন করে বিদেশি কোচ থাকবে বলে কয়েকদিন আগে ঘোষণা দেন বিসিবির পরিচালক মাহবুব আনাম। বিসিবির এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন অভিজ্ঞ স্থানীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।



promotional_ad

বিসিবি সভাপতি অবশ্য বলছেন ভিন্ন কথা। স্থানীয় কোচ নিয়োগের সিদ্ধান্তটি বিপিএলের দলগুলোর ওপরই ছেড়ে দিয়েছেন নাজমুল হাসান। এক্ষেত্রে বিসিবি কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। 


নাজমুল হাসান বলেন, ‘এটা (কোচ নিয়োগ) আসলে নির্ভর করবে দুটি দিক থেকে। এখানে না পারার কোনো কারণ নেই। কথা হচ্ছে, যে দলগুলো থাকবে তারা কাকে কোচ হিসেবে নিতে চায় সেটা তাদের ব্যাপার। বোর্ডের যে পরিচালক দায়িত্বে থাকবে এবং যে দল চালাবে সে ঠিক করবে। আমরা যে কাউকে গছিয়ে দিচ্ছি, সেটা না। অপশন থাকবে এবং তারা বাছাই করবে। তাদের যদি পছন্দ থাকে তারা নিতে পারে। অবশ্যই স্থানীয়রা পারবে, না পারার তো কারণ নেই। আমার ধারণা স্থানীয়রা থাকবে।’


এবারের বিপিএলে অংশ নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন ৩৮ জন বিদেশি কোচ। এরপরও স্থানীয় কোচদের গুরুত্ব দেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি। তাঁর ভাষ্যমতে, ‘৩৮ জন এসেছে, তার মানে এই না যে আমাদের সবাইকে জায়গা দিতে হবে। আমাদের দল তো আছে সাতটি। সাতজনই বিদেশি হবে কিনা সেটা আমরা সিদ্ধান্ত না নিয়ে যারা টিম স্পন্সর হচ্ছে তাদের ওপর ছেড়ে দিলে ভালো হয়। তাদেরও তো ভূমিকা থাকবে এখানে, খেলোয়াড় বাছাই করা হবে, কিছু ভূমিকা তো থাকবে তাদের।’ 



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবার নিজস্ব উদ্যোগে বিপিএল আয়োজন করছে বিসিবি। আগামী ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball