বঙ্গবন্ধু বিপিএলে লাভ-ক্ষতি নিয়ে ভাবছে না বিসিবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর আয়োজন করা হচ্ছে, আসরটির নাম দেয়া হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। বিশেষ আসর আয়োজনের কারণে এবারের বিপিএলে লাভ-ক্ষতির হিসাব করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের আসরে লাভ না হলেও ক্ষতি হবে না বলে মনে করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ ছাড়া প্রতিটি দলের সঙ্গে স্পন্সর সহযোগী থাকায় ক্ষতির সম্ভাবনা কম, এমনটাই বিশ্বাস বিসিবির এই পরিচালকের।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘এবার বঙ্গবন্ধু বিপিএল হচ্ছে। আমাদের জাতির পিতার নামে উৎসর্গ করা হচ্ছে। সে জন্য আমরা বলেছি এটা বিশেষ একটি এডিশন। এটা আমাদের আয় বাড়াবে কি না এটা আমাদের মাথায় এখনও আসেনি। লাভও হতে পারে। লাভ না হলেও ক্ষতি হবে না। যেহেতু স্পন্সর পার্টনাররাও বিনিয়োগ করবে। তাহলে ক্ষতি নাও হতে পারে।’
বঙ্গবন্ধু বিপিএলের সাতটি দলের জন্য স্পন্সর আহ্বান করেছিল বিসিবি। ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে চারটি প্রায় নিশ্চিত। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলা টাইগার্স আইটি ফার্ম, আখতার গ্রুপ, সাগর কর্পোরেশন উল্লেখযোগ্য। এ ছাড়া একটি মিডিয়া গ্রুপও আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে বিসিবির আলোচনা চলছে।
জালাল ইউনুস বলেছেন, ‘যারা আগ্রহ প্রকাশ করেছে, তারা সাক্ষাৎকার দিয়েছে। প্রায় পাঁচটি কোম্পানি দিয়েছে। এর মধ্যে চারটি প্রায় নিশ্চিত। যাদের আমরা নিতে পারি। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে গত সপ্তাহে। এদের মধ্যে চারজন আছে। আরও তিনটি বাকি আছে। তারাও আসবে আগামী তিন-চারদিনের মধ্যে সাক্ষাৎকার দেবে। এরপর সাতটি দল নিশ্চিত করব।’