বঙ্গবন্ধু বিপিএলে খেলানো যাবে চার বিদেশি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের এবারের আসরের নাম দেয়া বঙ্গবন্ধু বিপিএল। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এই আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
আগের আসরগুলোর মতো এবারের বিপিএলেও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একাদশে ৪ জন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো যে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে, তাঁরা আগ্রহী থাকলে বঙ্গবন্ধু বিপিএলেও খেলতে পারবেন। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ফরম্যাট আগে যেমন ছিলো প্রায় একই থাকবে। চারজন বিদেশি খেলোয়াড় যেটা আগে ছিলো, ৪ জনই থাকছে। ফ্র্যাঞ্চাইজি যদি আগে কোনো খেলোয়াড়ের সঙ্গে যদি চুক্তি করে থাকে, আর তারা যদি ফ্রি থাকে তাহলে আমরা তাদেরকে অফার করতে পারি যে তারা অংশগ্রহণ করবে কিনা।’
২০১৭ বিপিএলে একাদশে ৫ বিদেশি খেলানোর নিয়ম করে ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিসিবি। এর পরের আসরেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলে চার বিদেশি খেলানোর নিয়ম করেছে তারা। বিপিএলের এবারের আসরের সাতটি দলের জন্য স্পন্সর আহ্বান করেছে বিসিবি। জানা গেছে, পাঁচটি প্রতিষ্ঠান এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ফলে বিপিএলের এবারের আসর নিয়ে শঙ্কা এখনও কাটেনি।