বিশ্বকাপের ফাইনাল দেখে নিয়ম বদলে দিয়েছে বিগব্যাশ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচে সুপার ওভারের টাই নিয়ে অনেক মাতামাতি হয়েছে। ফাইনালের পর এ নিয়ে অনেক সমালোচনাও করেছেন ক্রিকেট বোদ্ধারা। এই নিয়মের সমালোচনা করেছে বিগব্যাশ আয়োজকরাও (ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি বিভাগ)। নিজেদের লিগে এই নিয়মের পরিবর্তনের কথা শোনা যাচ্ছিলো তখনই। এবার এলো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা। বিগব্যাশে থাকছে না এই নিয়ম।
এখন থেকে বিগব্যাশের নক আউট পর্বের ম্যাচগুলোতে প্রথম সুপার ওভারে টাই হলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সুপার ওভার। এরপর দ্বিতীয় সুপার ওভারেও মীমাংসিত না হলে হবে তৃতীয় সুপার হবে। এভাবে মীমাংসিত হওয়া না পর্যন্ত চলবে সুপার ওভারের লড়াই।

পুরুষ ও নারী বিগব্যাশে এতোদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম বহাল ছিল। অর্থাৎ একটি সুপার ওভারে ফলাফল মীমাংসা না হলে সর্বোচ্চ সংখ্যক বাউন্ডারি বিবেচনায় জয়ী দল ঘোষণা করা হত। এখন থেকে পুরুষ ও নারী বিগব্যাশে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
অবশ্য ব্রডকাস্টারদের সুবিধার জন্য অতিরিক্ত সুপার ওভারগুলোর নির্দিষ্ট একটা সীমা বেধে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বিগব্যাশের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে একটি সুপার ওভার হবে। সুপার ওভারে দুই দলের রান সমান হলে পয়েন্ট ভাগাভাগি হবে। এই নিয়ম কার্যকর করা হবে শুধুমাত্র নকআউট পর্বের ম্যাচগুলোতে।
সিএ এর বিগব্যাশ বিভাগের প্রধান অ্যালিস্টার ডবসন এই ব্যাপারে বলেন, ‘নারী বিগ ব্যাশের চতুর্থ আসরে সিডনি-মেলবোর্নের সেই সেমিফাইনাল ম্যাচটি বুঝিয়ে দিয়েছে সুপার ওভার কতোটা জনপ্রিয়। নারী ও পুরুষ বিগ ব্যাশের নকআউট ম্যাচে একাধিক সুপার ওভার রাখায় দর্শক আরও বেশি উপভোগ করবে। আশা করছি, এবারের আসর আরও জমজমাট হবে।’