আইপিএল থেকে সরে দাঁড়াবেন গাঙ্গুলি?

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
স্বার্থের সংঘাত ইস্যুতে সৌরভ গাঙ্গুলিকে অভিযুক্ত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ইথিকস অফিসার ডি.কে. জাইন। সাবেক ভারতীয় অধিনায়ককে তিনটি পদের মধ্যে অন্তত দুটি পদ ছাড়ার নোটিশ দিয়েছেন তিনি।
বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে আছেন সৌরভ। একইসাথে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সদস্য হিসেবে নিযুক্ত আছেন তিনি।

প্রিন্স অফ কলকাতা খ্যাত সৌরভ আইপিএলেও আছেন। দিল্লী ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। একইসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকায় বিসিসিআইয়ের প্রতি তাঁর নামে করেছেন জাইন।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, সিএসিতে নিয়োজিত কোনো কর্মকর্তা আর অন্য কোনো পদে বহাল থাকলে, নির্দেশ পাওয়া মাত্রই যেন অন্যান্য দায়িত্ব ছেড়ে দেয়।
এদিকে ভারতীয় গণমাধ্যম গুলোর প্রতিবেদন অনুযায়ী, এখনই দায়িত্ব ছাড়তে নারাজ সৌরভ। বিসিসিআইয়ের কাছে উপযুক্ত কারণ দর্শানোর অধিকার আছে তাঁর। কিছু কিছু প্রতিবেদন আবার বলছে, অন্ততপক্ষে দিল্লী ক্যাপিটালসের দায়িত্ব ছেড়ে দিতে পারেন সৌরভ।
কিছুদিন আগে ভারতের আরেক সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের বিপক্ষেও একই অভিযোগ আনেন জাইন। যদিও সেই মামলা এখনও আগে বাড়েনি।