পন্টিংকে ফের কোচ হিসেবে চাইছে কলকাতা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফের কলকাতা নাইট রাইডার্সের কোচ হতে পারেন রিকি পন্টিং। ভারতীয় গণমাধ্যমের এক সূত্র থেকে এমনই ইঙ্গিত মিলেছে।
যদিও এই ব্যাপারে মুখ খোলেননি কলকাতা টিম ম্যানেজমেন্টের কেউ। কিন্তু ভিতরের খবর পন্টিংকেই কোচ হিসেবে চাইছে দলটি, দ্রুত তাঁকে দায়িত্ব তুলে দিতে পারে কেকেআর।

ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের আইপিএল যাত্রা শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। আইপিএলে দিল্লির আগে মুম্বাই ইন্ডিয়ান্সেও কোচিং করিয়েছেন এই অজি।
গত আসরে পন্টিং ছিলেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।।
২০১৫ থেকে কেকেআরের কোচ হিসেবে দায়িত্ব পালন করা জ্যাক ক্যালিসের সঙ্গে এ বছর সম্পর্ক থাকছে না। গতবার ক্যালিসের অধীনে ভালো করতে পারেনি কেকেআর। সহকারী কোচ সাইমন ক্যাটিচকেও ছেড়ে দিয়েছে কেকেআর।
এদিকে গত সপ্তাহের শুরুর দিকেই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেয়া নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচের ভূমিকাতেও দেখা যাবে। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই কিউই।