টাকার জন্য খেলা বর্জন করতে চেয়েছিলেন যুবরাজ-বেইলিরা!

ছবি: ছবিঃ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ

|| ডেস্ক রিপোর্ট ||
বিতর্কের জন্ম দিয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। কলঙ্কের কালি লেগে গেছে টুর্নামেন্টিতে। পারিশ্রমিক না পেয়ে নির্দিষ্ট সময়ে খেলতে নামেনি টুর্নামেন্টের দুটি ফ্র্যাঞ্জাইজি টরোন্টো ন্যাশনালস এবং মন্ট্রিয়েল টাইগার্স।
যদিও পরবর্তীতে আয়োজকদের হস্তক্ষেপে ম্যাচ খেলতে নামে দুই দল। নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা পর ম্যাচের প্রথম বল গড়ায়। ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
কানাডায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলছেন বিশ্ব ক্রিকেটের নামিদামি তারকারা। যাদের মধ্যে রয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো যুবরাজ সিংও। টরোন্টো ন্যাশনালসের হয়ে খেলছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে জর্জ বেইলির মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে জিততেই হতো যুবরাজদের। কিন্তু মাঠে নামার আগেই ক্রিকেটাররা বকেয়া টাকার দাবি করতে থাকেন।
যে কারণে দুই দলকে স্টেডিয়ামে পৌঁছে দেওয়ার জন্য আসা বাসকে হোটেলের বাইরে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে দেখে আয়োজকরা হস্তক্ষেপ করে।
এর আগে ক্রিকইনফো একটি প্রতিবেদনের মাধ্যমে জানায়, গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা ক্রিকেটাররা নাকি এখনো কোনো টাকা পাননি। এর জন্য ক্রিকেটাররা খুবই অসন্তুষ্ট।
