promotional_ad

বিপিএলের নিয়ম পরিবর্তনে অসন্তুষ্ট মাহেলা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়ানোর আগে ফের নিয়ম পাল্টেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সপ্তম আসরের আগে ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের সকল চুক্তি বাতিল ঘোষণা করে তারা।


তাদের দাবি প্রথম ছয় আসর যে সার্কেলে অনুষ্ঠিত হয়েছে তা শেষ হয়ে গেছে। সপ্তম থেকে দশম আসর পর্যন্ত নতুন সার্কেলে মাঠে গড়াবে বিপিএল। যে জন্য নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে ফ্র্যাঞ্চাইজিদেরকেও। 



promotional_ad

হুট করে বিপিএল গভর্নিং কাউন্সিলের এমন সিদ্ধান্তে তাই বিপাকে পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। বিপিএলের এমন নিয়ম বদলে সন্তুষ্ট নন কোচরাও। তাঁদের মধ্যে একজন খুলনা টাইটান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। তাঁর চাওয়া, সব ফ্র্যাঞ্চাইজি যেন আসন্ন বিপিএলে সমান সুবিধা পায়।


ফ্র্যাঞ্চাইজিরা যেন অন্তত একজন স্থানীয় আইকন এবং এক বা দুইজন বিদেশির সঙ্গে সরাসরি চুক্তি করার পরই বিপিএল ড্রাফটে অংশ নেয়। বিষয়টির উপর বেশি করে জোর দিতে বলেছেন এই লঙ্কান। মাহেলার বিশ্বাস, এক বা একাধিক খেলোয়াড়কে একই দলে দীর্ঘমেয়াদে রেখে দিতে পারলে ধারাবাহিকতা ও ভারসাম্য ধরে রাখা সম্ভব।


মাহেলা বলেন, ‘যদি নতুন করে শুরু করতে হয় তাহলে সরাসরি চুক্তি হিসেবে একজন স্থানীয় আইকন এবং এক বা দুইজন বিদেশির সঙ্গে সরাসরি চুক্তি ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো হতে পারে। আর অন্য খেলোয়াড়দের নেওয়া উচিত ড্রাফট কিংবা নিলাম থেকে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball