promotional_ad

সাকিবের দলে প্রোটিয়া তারকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে মাঠ মাতাতে আসছেন দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান ডেভিড মিলার। ৩০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে ঢাকা ডাইনামাইটস।  


এরআগেও বিপিএলে খেলেছেন মিলার। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে (২০১৩ সালে) চিটাগাং কিংসের হয়ে খেলেছিলেন তারকা এই ব্যাটসম্যান। 



promotional_ad

সেই আসরে মাত্র তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন মিলার। যদিও ব্যাট হাতে মাত্র ৪১ রান করেছিলেন তিনি। তবে এবার নিজেকে প্রমাণ করার মিশন নিয়ে সাকিব আল হাসানদের দলে যোগ দিচ্ছেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। 


দক্ষিণ আফ্রিকার হয়ে ৭০টি টি-টোয়েন্টিতে এক হাজার ২৯১ রান সংগ্রহ করেছেন মিলার। তাঁর নামের পাশে আছে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি।


এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোতে ২৯১টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৪.৯৭ গড়ে ৩টি সেঞ্চুরি এবং ২৯টি হাফ সেঞ্চুরিসহ ৬ হাজার ৪০০ রান সংগ্রহ করেছেন এই বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান। 



একই সঙ্গে জাতীয় দলের হয়ে ১২৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে মিলারের। ৩৮.৭০ গড়ে ৩ হাজার ৫৮ রান করেছেন তিনি। ওয়ানডেতে তাঁর রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ১২টি হাফসেঞ্চুরি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball