পোলার্ডের ঝড়ে মান বাঁচল মুম্বাইয়ের

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে চতুর্থ আইপিএল শিরোপার লক্ষ্যে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের সামনে ইতিমধ্যেই ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মুম্বাই।
টসে জিতে ব্যাট করতে নাম?? মুম্বাইয়ের সূচনা দারুণ ছিল এদিন। দুই ওপেনার কুইন্টন ডি কক এবং রোহিত শর্মা গড়েন ৪৫ রানের জুটি। কিন্তু দলীয় ৪৫ রানেই প্যাভিলিয়নে ফেরেন দুজন।

১৭ বলে চারটি ছক্কায় ২৯ রান করে ফেরেন কক। অধিনায়ক রোহিত করেন ১৫। এরপরে সুরিয়াকুমার যাদব (১৫) এবং ইশান কিশান (২৩) আশা জাগালেও বড় রান করতে পারেননি।
শেষদিকে তিনটি ছক্কা এবং সমান চারে ২৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের পুরানো সৈনিক কাইরন পোলার্ড। হার্দিক পান্ডিয়া করেন ১০ বলে ১৬ রান।
এদের নৈপুণ্যে ২০ ওভারে আট উইকেটে ১৪৯ রান করেছে মুম্বাই। চেন্নাইয়ের হয়ে দীপক চাহার তিনটি এবং শারদুল ঠাকুর ও ইমরান তাহির দুইটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
মুম্বাই ইন্ডিয়ান্সঃ- ১৪৯/৮ (২০ ওভার)
(পোলার্ড ৪১*, কক ২৯; চাহার ৩/২৬)