promotional_ad

পৃথ্বী-পান্তের ব্যাটে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লী

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পৃথ্বী শ-রিশভ পান্তের ব্যাটে সানরাইজার্স হায়দ্রাবাদকে দুই উইকেটে হারিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠল দিল্লী ক্যাপিটালস। শুক্রবার রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তাঁরা। 


অপরদিকে চলতি আসরে এখানেই যাত্রা শেষ হায়দ্রাবাদের। ১৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে সূচনা দারুণ হয়েছে দিল্লীর। দলের দুই ওপেনার এদিনে গড়েছেন ৬৬ রানের উদ্বোধনী জুটি। নিজের সাবেক দলের বিপক্ষে শিখর ধাওয়ান অবশ্য ১৭ করেছেন।


তবে পৃথ্বী করেন ৩৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৫৬ রান। পৃথ্বী এবং অধিনায়ক শ্রেয়াশ আইয়ারকে (৮) একই ওভারে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পেসার খলিল আহমেদ।


চার নম্বরে ব্যাটিংয়ে আসেন পান্ত। খলিলের ওভারের কয়েক ওভার পর রশিদ খানের একই ওভারে ফিরে যান কলিন মুনরো (১৪) ও অক্ষর প্যাটেল (০)। 



promotional_ad

শেষদিকে ২১ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৪৯ রান করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে ভুবনেশ্বর কুমারের বলে বিদায় নেন পান্ত। শেষ ওভারে পাঁচ রান লাগত দিল্লীর। খলিলের বলে কিমো পলের চারের সুবাদে এক বল হাতে রেখেই জিতেছে দলটি।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৬২ রান করেছে হায়দ্রাবাদ। শুরুতে ঝড় তুলেছেন দলের কিউই ওপেনার মার্টিন গাপটিল।


এরপর দলীয় ৩১ রানে ওপেনার ঋদ্ধিমান সাহা ৮ রানে ফিরলেও দুই অঙ্কের রান পেয়েছেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। গাপটিল ফিরেন ১৯ বলে চারটি ছক্কা ও একটি চারে ৩৬ রান করে।


এরপরে মানিশ পান্ডের ৩০, কেন উইলিয়ামসনের ২৮, বিজয় শঙ্করের ২৫ ও মোহাম্মদ নবীর ২০ রানের সুবাদে এমন রান পায় হায়দ্রাবাদ।


দিল্লীর হয়ে কিমো পল তিনটি ও ইশান্ত শর্মা একটি করে উইকেট লাভ করেন। 



সংক্ষিপ্ত স্কোরঃ-


সানরাইজার্স হায়দ্রাবাদঃ- ১৬২/৮ (২০ ওভার)
(গাপটিল ৩৬, পান্ডে ৩০; পল ৩/৩২)
দিল্লী ক্যাপিটালসঃ- ১৬৫/৮ (১৯.৫ ওভার)
(শ ৫৬, পান্ত ৪৯; রশিদ ২/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball