সবচেয়ে দামী ক্রিকেটার অর্জুন টেন্ডুলকার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এখন পর্যন্ত ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেননি অর্জুন টেন্ডুলকার। খেলেননি সাদা পোশাকের কোন ম্যাচ। পেশাদার খেলোয়াড় হিসেবে নামডাক প্রায় শুন্য হলেও মুম্বাই টি-টুয়েন্টি লিগের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন তিনি।


কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারকে দলে ভেড়াতে পাঁচ লক্ষ্য রুপি খরচ করছে আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্ব নামের ফ্র্যাঞ্চাইজি।


promotional_ad

শচিনের মতো তাঁর পুত্র শুধু ব্যাটসম্যানই নয়, বরঞ্চ ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও চর্চা করেছেন। নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল এক লক্ষ্য রুপি।


নিলামে সমস্ত ফ্র্যাঞ্চাইজির নজর ছিল অর্জুনের দিকে। দ্রুতই বাড়তে শুরু করে তাঁর মূল্য। আসরে পাঁচ লক্ষ্য রুপির বেশি অর্থ একজন ক্রিকেটারের পেছনে খরচ করার নিয়ম নেই।


অর্জুনকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কাড়াকাড়ি করেছে আরও দুই দল। আকাশ টাইগার্স ছাড়াও মুম্বাই প্যান্থার্স ও ঈগল থানে স্ট্রাইকার্স বেশ আগ্রহ দেখিয়েছিল তাঁর প্রতি। 


তিন দলই পাঁচ লক্ষ্য রুপি খরচ করতে চেয়েছে তাঁর পেছনে। শেষপর্যন্ত লটারির মাধ্যমে আকাশ টাইগার্সে নাম লেখান অর্জুন। আসরে অর্জুন ছাড়াও সুজিত নাইক নামের আরেক ক্রিকেটারের দাম উঠেছে পাঁচ লক্ষ্য রুপি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball