চেন্নাইকে হারিয়ে আসর শেষ করল পাঞ্জাব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এবারের আইপিএল শেষ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১৪ ম্যাচে ৬ জয় নিয়ে পাঞ্জাব পয়েন্ট টেবিলে ৬ নম্বরে অবস্থান করছে।
সমান সংখ্যক জয়ে ৪ নম্বরে আছে হায়দ্রাবাদ তাছাড়া পাঞ্জাবের চেয়ে ১ ম্যাচ কম খেলে ৬ জয়ে পাঁচ নম্বরে কলকাতা। ফলে মুম্বাইয়ের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে কলকাতা প্লে অফে খেলবে।
আর হারলে রান রেটে এগিয়ে থেকে প্লে অফে লড়বে হায়দ্রাবাদ। ফলে এই ম্যাচে জয়ের পরও ৬ নম্বরে থেকেই আইপিএল শেষ করতে হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাবকে।
এই ম্যাচে চেন্নাইয়ের দেয়া ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেন লোকেশ রাহুল ও ক্রিস গেইল। ৩৬ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন রাহুল।
তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫টি ছয় ও ৭ চারে। গেইল আউট হয়েছেন ২৮ রান করে। এরপর মায়াঙ্ক আগারওয়াল দ্রুত ফিরে গেলেও দলকে জয়ের পথে রেখেছেন নিকোলাস পুরান।

২২ বলে ৩৬ রান করে পুরান ফেরার পর মানদীপ সিং (১১) ও স্যাম কুরান (৬) দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। চেন্নাইয়ের হয়ে একাই ৩টি উইকেট নিয়েছেন হরভোজন সিং। তাছাড়া ১টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
এরআগে এই ম্যাচে শুরুতে টস জিতে চেন্নাইকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিংস ইলেভেন পাঞ্জাব দলপতি রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান শেন ওয়াটসন।
১১ বলে তিনি মাত্র ৭ রান করে আউট হন তিনি। দলীয় ৩০ রানে প্রথম উইকেটের পতনের পর দ্বিতীয় উইকেটে একটি বড় জুটি গড়েন ডু প্লেসিস ও সুরেশ রায়না।
এই দুজন যোগ করেছেন ১২০ রান। ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে সুরেশ রায়না আউট হলে এই জুটি ভাঙে। এই ইনিংস খেলার পথে তিনি ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ডু প্লেসিস। দলীয় ১৬৩ রানের মাথায় আউট হন তিনি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।
৫৫ বলের ঝড়ে তিনি মেরেছেন ১০টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার। এছাড়?? শেষ দিকে ১২ বলে ১০ রান করে অপরাজিত থাকেন ধোনি। আম্বাতি রাইডু (১) এবং কেদার যাদব (০) ব্যাট হাতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করে চেন্নাই সুপার কিংস।
সংক্ষিপ্ত স্কোরঃ
চেন্নাই সুপার কিংসঃ ১৭০/৫ (২০ ওভার)
(ডু প্লেসিস ৯৬, রায়না ৫৩; কুরান ৩/৩৫)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৭৩/ ৪ (১৮ ওভার)
(রাহুল ৭১, পুরান ৩৬; হরভোজন ৩/৫৭)