হেটমায়ার-গুরকিরাটের নৈপুণ্যে জিতল ব্যাঙ্গালুরু

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
শিমরন হেটমায়ার ও গুরকিরাট সিংয়ের নৈপুণ্যে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে চার উইকেটে হারিয়েছে ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এই জয়ে পয়েন্ট টেবিল জমিয়ে দিয়েছে ব্যাঙ্গালুরু। ১৪ ম্যাচে পাঁচটি জয় (১১ পয়েন্ট) নিয়ে পয়েন্ট টেবিলের সাতে থেকে এবারের আসর শেষ করছে দলটি।
একইসাথে ব্যাঙ্গালুরুর এই জয়ে প্লে অফের চতুর্থ দল হিসেবে ওঠার স্বপ্ন দেখছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। একইসাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে ফেলা হায়দ্রাবাদের স্বপ্নও শেষ হয়ে যায়নি।
১৭৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমার তুলে নেন পার্থিব প্যাটেলের (০) উইকেট। এরপরে খলিল আহমেদের শিকার হয়ে ফিরেন ভিরাট কোহলি (১৬)।
দলীয় ২০ রানের মধ্যে এবি ডি ভিলিয়ার্সকেও (১) ফেরান ভুবনেশ্বর। তারপর ১৪৪ রানের বিশাল জুটি গড়েন শিমরণ হেটমায়ার এবং গুরকিরাট সিং।

৪৭ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৭৫ রান করে দলের জয় যখন প্রায় নিশ্চিত (১৬ বলে ১৮ রান প্রয়োজন) তখন রশিদ খানের বলে ফিরেন হেটমায়ার।
এরপরে খলিলের করা ১৯তম ওভারের প্রথম বলে ফিরে যান ৪৮ বলে ৬৫ রান করা গুরকিরাট। একই ওভারের তৃতীয় বলে ওয়াশিংটন সুন্দরের (০) উইকেটও নেন খলিল। এটি তাঁর তৃতীয় উইকেট।
কিন্তু শেষরক্ষা হয়নি। মোহাম্মদ নবীর শেষ ওভারে টানা দুটি চার মেরে দলের জয় নিশ্চিত করেন পেসার উমেশ যাদব।
গত আসরে দুর্দান্ত ফর্মে থাকা কেন উইলিয়ামসন এবার একেবারেই ভালো খেলছিলেন না। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলো তাঁর ব্যাট। টসে হেরে ব্যাটিং করতে নেমে ৪৬ রানের উদ্বোধনী জুটি পেলেও ৬১ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় হায়দ্রাবাদের।
সেখান থেকে দলকে টেনে তোলেন উইলিয়ামসন। ঋদ্ধিমান সাহা ২০, মার্টিন গাপটিল ৩০ ও মানিশ পান্ডে ৯ রানে ফেরার পর বিজয় শঙ্করের সাথে ৪৫ রানের জুটি গড়েন তিনি।
১৮ বলে তিন ছক্কায় ২৭ রান করে ফেরেন শঙ্কর। এরপরে বাকি সময়টায় একাই খেলছেন উইলিয়ামসন। পাঁচটি চার ও চারটি ছক্কায় ৪৩ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন।
তাঁর এমন ইনিংসে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে হায়দ্রাবাদ। ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে ২৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
সংক্ষিপ্ত স্কোরঃ-
সানরাইজার্স হায়দ্রাবাদঃ- ১৭৫/৭ (২০ ওভার)
(উইলিয়ামসন ৭০*, গাপটিল ৩০; সুন্দর ৩/২৪)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ- ১৭৮/৬ (১৯.২ ওভার)
(হেটমায়ার ৭৫, গুরকিরাট ৬৫; খলিল ৩/৩৭)