আসর থেকে ছিটকে গেল রাজস্থান

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার ক্ষীণ সম্ভাবনা ছিল আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালসের। এজন্য দিল্লী ক্যাপিটালসকে হারানো ছাড়াও অন্য দলের জয় বা হারে নির্ভর করতে হত তাঁদের। কিন্তু কোনও সমীকরণে যাওয়ার আগেই দিল্লীর কাছে পাঁচ উইকেটে হেরে আসর থেকে ছিটকে গিয়েছে তাঁরা।
টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১১৫ রান করেছে রাজস্থান। ইশান্ত শর্মার পেস এবং অমিত মিশ্রা'র স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি দলটি।
দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া দিল্লীর আরেক পেসার ট্রেন্ট বোল্ট নিয়েছেন দুইটি উইকেট। রাজস্থানের ব্যাটসম্যানদের মধ্যে ছয়ে নামা রায়ান পরাগ ৫০ রান করেছেন।

এছাড়া লিয়াম লিভিংস্টোন করেন ১৪, শ্রেয়াশ গোপাল করেন ১২ রান। এই তিনজন ছাড়া দুই অঙ্কেও পৌঁছায়নি কারো রান।
অল্প রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও খেই হারিয়েছে দিল্লী। ৮৩ রানের মধ্যে চার উইকেট হারায় দলটি। শিখর ধাওয়ান ১৬, পৃথ্বী শ ৮, শ্রেয়াশ আইয়ার ১৫ ও কলিন ইনগ্রাম ১২ রানে ফিরে যান।
এরপরে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্তের নৈপুণ্যে ২৩ বল হাতে রেখেই জিতেছে দিল্লী। ৩৮ বলে দুইটি চার ও পাঁচটি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন পান্ত।
রাজস্থানের হয়ে ২৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন ইশ সোধি। ১৪ ম্যাচে পাঁচ জয় ও ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থেকে এবারের আইপিএল শেষ করল রাহানেরা। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে আছে আগেই প্লে অফ নিশ্চিত করা দিল্লী।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাজস্থান রয়্যালসঃ- ১১৫/৯ (২০ ওভার)
(পরাগ ৫০, লিভিংস্টোন ১৪; মিশ্রা ৩/১৭)
দিল্লী ক্যাপিটালসঃ- ১২১/৫ (১৬.১ ওভার)
(পান্ত ৫৩*, ধাওয়ান ১৬; সোধি ৩/২৬)