বিশ্বকাপের চেয়ে এগিয়ে আইপিএলঃ ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বিশ্বকাপের চেয়ে এগিয়ে রাখছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি মনে করেন আইপিএলের ধারে কাছেও নেই কোনো টুর্নামেন্ট।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনোও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আইপিএলে। খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

সম্প্রতি তিনি লাইভমিন্টের সাথে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ভিলিয়ার্স জানিয়েছেন সারা বিশ্ব জুড়ে তিনি ক্রিকেট খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বিশ্বকাপ থেকে আইপিএলকে এগিয়ে রাখছেন।
'সত্যি বলতে আইপিএলের ধারে কাছে নেই কিছু। আমি জানি, আমি ভারতে বসে আছি এবং আইপিএলে খেলতে ব্যস্ত, তাই এটা বলা সহজ। কিন্তু আমি সারা বিশ্ব জুড়ে বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলেছি। আমি মনে করি এটা বিশ্বকাপের তুলনায় ভালো।'
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু থেকেই এই অবস্থানে ছিল না বলে স্বীকার করেছেন ভিলিয়ার্স। আইপিএলকে একটি অবিশ্বাস্য টুর্নামেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন এই সাবেক প্রোটিয়া তারকা।
'এটা অবিশ্বাস্য একটি টুর্নামেন্ট, এটির অংশ হয়ে বলছি। প্রথম পাঁচ বছর এই অবস্থানে ছিল না। এখন আমরা যেই অবস্থানে আছি। এটি তীব্র, দ্রুত গতির এবং আগে যেমনটা বললাম অবিশ্বাস্য।'
ভিলিয়ার্স তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। তবে, কয়েক আসর আগে তিনি নাম লেখান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এখন তিনি দলটির অবিচ্ছেদ্য অংশ।