ওয়ার্নারের বদলি গাপটিলঃ মুডি

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য চলতি আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আর খেলবেন না দলের অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাই গ্রুপ পর্বে হায়দ্রাবাদের বাকি ম্যাচগুলোতে ওপেন করার দায়িত্ব পড়তে পারে দলের কিউই ওপেনার মার্টিন গাপটিলের উপর।
হায়দ্রাবাদের কোচ টম মুডি বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়ার সামনে। যদিও মুম্বাইয়ের বিপক্ষে হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচে খেলা নিশ্চিত নয় গাপটিলের।
তাঁর জায়গায় কন্ডিশন বিবেচনায় খেলতে পারেন অজি পেসার বিলি স্ট্যানলেক। টম মুডি জানান,

'আমরা এখানে কয়েকটি অপশন পাচ্ছি। অবশ্যই গাপটিল আমাদের একটি অপশন। সে একজন বিশ্বমানের ওপেনার। সে দারুণভাবেই স্থলাভিষিক্ত হতে পারে। তবে এমন উইকেটে আমরা বিলি স্ট্যানলেকের কথা ভাবছি।'
মূলত দলে কেন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যান ও ঋদ্ধিমান সাহার মতো ওপেনার থাকায় দলের পেস বোলিং শক্তি বাড়াতে স্ট্যানলেকের কথা ভাবছেন মুডি।
এদিকে চলতি আইপিএলে ১২ ম্যাচে ৬৯.২০ গড়ে ৬৯২ রান করেছেন ওয়ার্নার। ওয়ার্নার ফিরে গেলেও দলের শক্তি খুব বেশি কমবে না বলে বিশ্বাস মুডির।
কেননা বল বিকৃতির কেলেঙ্কারিতে পড়ে গত আসরে হায়দ্রাবাদে খেলেননি ওয়ার্নার। কিন্তু উইলিয়ামসনের দুর্দান্ত ফর্মে সেই আসরে ঠিকই ফাইনাল খেলে হায়দ্রাবাদ। এখান থেকেই শক্তি খুঁজে পাচ্ছেন মুডি।
'ডেভিডের আসর দুর্দান্ত গিয়েছে। ১২ ম্যাচে ৬৯২ রান নিয়ে আমরা গর্ব করতেই পারি। সে যাওয়াতে দলের উপরে কেমন প্রভাব পড়ে এটাই আমাদের দেখার বিষয়। অবশ্য এতে সুযোগও তৈরি হয়েছে বাকিদের জন্য।
'গত বছর আমরা একই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের ডেভিড ছিল না। তারপরেও আমরা ফাইনাল খেলেছি। কেন উইলিয়ামসন গতবার দারুণ খেলেছিল।'