৫০০ রানের ওয়াদা করেছিলেন ওয়ার্নারঃ লক্ষ্মণ

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান আইপিএলে পাঁচশ রান করবেন, এমন প্রতিশ্রুতি আগেই সানরাইজার্স হায়দ্রাবাদকে দিয়েছিলেন দলের ওপেনার ডেভিড ওয়ার্নার। হায়দ্রাবাদ দলের উপদেষ্টা ভিভিএস লক্ষণের কথায় জানা গেল তা।
এবারের আইপিএলে ১২ ম্যাচ খেলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেশে ফিরে গিয়েছেন ওয়ার্নার। এই ১২ ম্যাচে ৬৯.২০ গড়ে তিনি করেছেন ৬৯২ রান, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ওয়ার্নারের ৫০০ রানের ওয়াদা করা নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার কলামে লক্ষণ লিখেছেন,

'হায়দ্রাবাদে আমরা একটি শুটিংয়ের মাঝখানে ছিলাম যখন ডেভিড কোচ টম মুডিকে ওয়ার্নার ৫০০ রান করার প্রতিশ্রুতি দিয়ে বার্তা পাঠিয়েছিল। এটা ফাঁকা বুলি ছিল না। এটা ছিল লক্ষ্য নির্ধারণ করা। ডেভিড যেভাবে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছে সেটা দেখা ছিল দারুণ।
গত বছর বল বিকৃতির কেলেঙ্কারিতে পরার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। এরপরে কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি।
খেলেছেন বিপিএলে। তবে আসন্ন বিশ্বকাপে মূল নজর থাকায় এবারের আইপিএলকেই পাখির চোখ করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলেও জায়গা মিলেছে ওয়ার্নারের। এই অজি ওপেনারের মানসিক শত্তিমত্তার প্রশংসা করে লক্ষণ আরও লিখেন,
'ওয়ার্নারকে নিয়ে আর কি বলব! সে সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। তাঁর মানসিক শক্তিমত্তা দারুণ, একারণে সে ভাগ্যবান। তাঁর পত্নি ক্যানডিস, সেও অনেক বেশি সহযোগিতা পরায়ণ।
'যখন আইপিএল সূচি পেলাম, তখন আমরা সবাই জানতাম ডেভিড ১২ ম্যাচ খেলবে। সে আসর শেষ করেছে ৬৯২ রান করে। এই দুর্দান্ত পারফরমেন্সের জন্যই আমরা এখনও প্লে অফের দৌড়ে আছি।'