promotional_ad

ইউরোপে ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন আসর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং হল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে ইউরোপের  মাটিতে শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ। আসরের নাম রাখা হয়েছে ইউরো টি-টুয়েন্টি স্লাম।


আসরটি শুরু হবে চলতি বছরের আগস্টের ৩০ তারিখে। চলবে সেপ্টেম্বরের ২২ তারিখ অবধি। আয়ারল্যান্ডের ডাবলিন, স্কটল্যান্ডের এডিনবার্গ ও হল্যান্ডের আমস্টারডাম- এই তিনটি শহরে চলবে ম্যাচগুলো। আসরে মোট ছয়টি দল অংশ নিবে। 



promotional_ad

স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং হল্যান্ডের প্রতিটি দেশ থেকে থাকবে দুটো করে দল। রাউন্ড রবিন পদ্ধতিতে ছয়টি দলই পরস্পরের মুখোমুখি হবে। দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচসহ আসরে মোট ম্যাচ হবে ৩৩ টি।


অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আয়ারল্যান্ড থেকে থাকছে ডাবলিন এবং বেলফাস্ট, স্কটল্যান্ড থেকে থাকছে এডিনবার্গ এবং গ্লাসগো, হল্যান্ড থেকে থাকছে আমস্টারডাম এবং রটারডাম।


প্রতিটি দলে ছয়জন করে দেশি ক্রিকেটার এবং পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলবে বলে জানা গিয়েছে। এই আসরে মাঠ মাতাবেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মত তারকা ক্রিকেটাররাও। আসরটি নিয়ে উচ্ছ্বসিত পাক কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম।



আসরের ব্যাপারে জানান, 'এই তিন দলের ক্রিকেটারদের জন্য এটা দারুণ সুযোগ। একই দলে ছয়জন স্থানীয় ক্রিকেটার খেলবে এটাই দারুণ বিষয়। তারা গেইল-রাসেলদের মতো তারকাদের সাথে খেলবে। তাঁদের ক্রিকেটের উন্নতি অবশ্যই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball