promotional_ad

গ্লোবাল টি-টুয়েন্টি লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লিগের দ্বিতীয় আসরের পর্দা উঠছে আগামী ২৫ জুলাই। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভেনকোবার নাইটসের বিপক্ষে মাঠে নামবে টরন্টো ন্যাশনালস।


এবারের আসরে মোট ২২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে, প্লে অফের তিনটি ম্যাচ সহ। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১ই আগস্ট। আইসিসির আমেরিকান রিজিওনাল টি-টুয়েন্টি কোয়ালাইফায়ারের এক সপ্তাহ আগেই এই টুর্নামেন্ট শেষ হবে।


যেখানে অংশ নিচ্ছে কানাডা জাতীয় দল। এদিকে, গত আসর জুলাই মাসে আয়োজন করা হলেও এবারের আসর এক মাস দেরিতে শুরু হচ্ছে। মূলত ইউরো টি-টুয়েন্টি স্লামের সাথে সূচি মিলে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।



promotional_ad

গ্লোবাল টি-টুয়েন্টি লিগের সবগুলো ম্যাচই মাপেল লিফ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের গত আসরের সবগুলো ম্যাচও একই মাঠে অনষ্ঠিত হয়েছিল।


এই লিগের গত আসরে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথদের মতো তারকারা খেলেছিলেন। এবারের আসরেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের খেলার কথা রয়েছে।


গ্লোবাল টি-টুয়েন্টি লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় আসরকে স্বাগত জানিয়েছেন।


'আমি লীগের প্রথম সংস্করণটি দেখতে সেখানে ছিলাম এবং ক্রিকেটের সামগ্রিক মান দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলাম। সীমাবদ্ধতা সত্বেও ক্রিকেট কানাডা এবং জিটি-টুয়েন্টি দল একটি অসাধারণ আসর আয়োজন করেছিল।'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball